শ্যামল রায়,কালনাঃ
পঞ্চাশ দিন অতিক্রম হয়ে গেল কিন্তু কালনার সাহাপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির ম্যানেজারের মৃত্যু নিয়ে তদন্ত এখনো এগোয়নি বলে অভিযোগ পরিবারের লোকজনদের।তাই মৃত্যুর প্রকৃত তদন্তের দাবিতে সরব হয়েছেন পরিবারের লোকজন।
বুধবার তদন্তের দাবিতে পথ অবরোধ ও হয়েছিল।পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।জানা গিয়েছে যে চলতি বছরের ২২জুলাই সাহাপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির অফিস থেকে অচৈতন্য অবস্থায় ম্যানেজার অশোক বিশ্বাস ও ক্যাশিয়ার আশুতোষ দেবনাথের দেহ উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কালনা মহকুমা হাসপাতালে মৃত্যু হয় সমবায় সমিতির ম্যানেজার অশোক বিশ্বাসের।সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন ক্যাশিয়ার আশুতোষ দেবনাথ।জানা গিয়েছে যে ঘরের মধ্যে জেনারেটর চলার কারণে কার্বনডাই অক্সাইডের বিষাক্ততায় অচৈতন্য হয়ে পড়েছিলেন দুই ব্যক্তি। তাই মৃত্যু হয়েছে ম্যানেজার অশোক বিশ্বাসের।তবে এই কথা মানতে নারাজ পরিবারের লোকজন।
মৃতের বাবা সুশান্ত বিশ্বাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছেলের মৃত্যু নিয়ে।প্রকৃত তদন্ত করে সত্য উদঘাটন হোক এটাই দাবি জানিয়েছেন তিনি।কি কারনে মৃত্যু হয়েছে এখনো জানতে পারেননি মৃতের পরিবারের লোকজন এরা।তাই মৃত্যুর তদন্তের দাবিতে সরব হয়েছেন।
আরও পড়ুনঃ নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে চলছে বাসের ছাদেই যাতায়াত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584