নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
কৃতী আদিবাসী কুড়মি ছাত্র-ছাত্রীদের সম্মাননা জানালো আদিবাসী কুড়মি সমাজ।রবিবার মেদিনীপুর শহরের লোধা স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয়ে গেলো কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান।সমগ্র অনুষ্ঠানটি পরিচালানায় ছিল “আদিবাসী কুড়মি সমাজ”।
উপস্থিত ছিলেন আদিবাসী কুড়মি সমাজের জেলা সস্পাদক কমলেশ মাহাত।সাধারন সদস্য মৃণালকান্তি মাহাত,সুনীল মাহাত,মন্টু মাহাত,তরণী মাহাত,চিত্তরঞ্জন মাহাত,বিনোদ মাহাত,সুদর্শন মাহাত ও ব্লক সম্পাদক মোহিতলাল মাহাত সহ অন্যান্য সংগঠনের বিশিষ্ট কর্তা ব্যক্তিরা।
আরও পড়ুনঃ জেলার কৃতীদের সংবর্ধনা অনুষ্ঠানে পরিবহন মন্ত্রী
সংগঠনের পক্ষ থেকে সভায় মূল্যবান বক্তব্য রাখেন কবি ও শিক্ষক মৃণালকান্তি মাহাত,বিশিষ্ট ফটোগ্রাফার ও শিক্ষক রাকেশ সিংহদেব,কবি ও শিক্ষক গৌতম মাহাতো সহ আরও বহু সুধীজন।
গৌতম মাহাতো বলেন “এই মহতি আয়োজন একটা শৃঙ্খলের সূচনা করবে আগামী প্রজন্মের কাছে।আজ যারা এই সংগঠনের মাধ্যমে সাহায্য সংবর্ধনা পেল তারা আগামী দিনে সমাজের আরও পাঁচজন নতুন প্রজন্মের হাত ধরে আলোর পথে নিয়ে আসার শপথ নিক। সেই পাঁচজন অন্য আরও পঁচিশ জনের, এভাবে সমাজ একদিন বিকশিত হবে।”
এই অনুষ্ঠানের মাধ্যমে কুড়মি সমাজের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক তথা সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ (৮৫% নম্বর পাওয়া) কৃতী ছাত্রছাত্রীদের শুধু নয় আর্থিক ভাবে দুঃস্থ ছাত্রছাত্রীদেরও পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ হয়।সংবর্ধিত হয় রাজ্যের মধ্যে নবম স্থানাধিকারী ছাত্র সুমন মাহাত(বাড়ি কোটালকুলি গ্রামে)।
জেলা সম্পাদক জানান আগামীদিনে এই সংগঠন শুধু সমাজের কৃতী বা দুঃস্থ ছাত্রছাত্রীদের পাশে নয় বরং আরও বৃহৎ পরিসরে কাজ করবে এই আদিবাসী কুড়মি সমাজ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584