পর্যটক আকর্ষণে কুলিক পক্ষী নিবাসের রেকর্ড

0
480

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

the record of kulik pakshi nibas
নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কুলিক পক্ষী নিবাস এবার পর্যটক টানতে রেকর্ড সৃষ্টি করলো।বিগত ছয় মাসে রায়গঞ্জ কুলিক পক্ষী নিবাস ২৫০০০ পর্যটক কে আনতে পেরেছে বলে জানা যায়।বন দপ্তরের ডিভিশনাল ফরেস্ট অফিসার দ্বিপর্ন দত্ত এক প্রশ্নের উত্তরে বলেন, “গত বছরের সেপ্টেম্বরে মাস থেকে এ বছরের মার্চ মাস পর্যন্ত আমাদের কুলিক পক্ষী নিবাসে পঁচিশ হাজার পর্যটক আসে।যা কুলিক পক্ষী নিবাস এর ইতিহাসে রেকর্ড বলা যায়।”

the record of kulik pakshi nibas
কুলিক পক্ষী নিবাস। নিজস্ব চিত্র

দ্বীপর্ন বাবু বলেন আগামী দুই মাসের মধ্য থেকে পরিযায়ী পাখিরা আসতে শুরু করবে।তাই আমরা নুতন কিছু কিছু উদ্যোগ নিতে শুরু করেছি পর্যটকদের আরো বেশি করে আকৃষ্ট করবার জন্য।”

আরও পড়ুনঃ রাজ্য সরকারের গেস্ট হাউস থাকলেও পক্ষীহীন চুপি পাখিরালয়

the record of kulik pakshi nibas
নিজস্ব চিত্র

কুলিক পক্ষীনিবাস এর মূল আকর্ষণ পরিযায়ী পাখি।এই পাখি বিভিন্ন ধরনের আছে।যা দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে।পরিচয় হয় পরিযায়ী পাখিদের সাথে।দ্বীপর্ন বাবু জানান, “প্ৰতি বছরে বর্ষার কিছুদিন আগে এই পরিযায়ী পাখিরা প্রচুর পরিমানে আসে।কুলিক বনভূমিতে বাসা বানায়,সেখানে ডিম পাড়ে।এরপর বাচ্চা ফুটিয়ে একটু বড় হলেই বাচ্চা দের নিয়ে ওরা যেখান থেকে আসে সেখানেই চলে যায়।আর এই পরিযায়ী পাখিদের নিয়েই আমাদের রায়গঞ্জ কুলিক পক্ষী নিবাসের সমস্ত গর্ব।” কুলিক যে জেলায় একটি অন্যতম পর্যটন ক্ষেত্র হয়ে উঠেছে তা বলাই যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here