গড়বেতা পুনরুদ্ধারের ডাক শুভেন্দুর

0
66

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

the restore announcement of subhundhu
নিজস্ব চিত্র

ইতিমধ্যেই গোটা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের গড় হিসেবে পরিচিত গড়বেতায় লোকসভা ভোটের ফলাফল খুব খারাপ হওয়ায় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো গোটা সংগঠনকে শুভেন্দু অধিকারী হাতে তুলে দেওয়া হয়।সেই লক্ষ্যেই রবিবার সন্ধে নাগাদ গড়বেতায় সাংগঠনিক বৈঠক সারলেন শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী দলের নেতা – কর্মীদের কাছ থেকে ভোটে কেনও পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ফল আশানুরূপ হল না তা শোনেন।

the restore announcement of subhundhu
নিজস্ব চিত্র

পরে দলীয় নেতৃত্বের উদ্দ্যেশ্যে তিনি বলেন, “মানুষকে সংগঠিত করুন, মানুষকে নিয়েই গড়বেতা পুনরুদ্ধার সম্ভব।” শুভেন্দু অধিকারী গড়বেতার নেতৃত্বকে বলেন, “আপনারা যেকোনো এলাকায় জনসংযোগ যাত্রার কর্মসূচি ঠিক করুন, আমি হাঁটব সেই যাত্রায়।” শুভেন্দু এদিন বলেন, “একটা হাওয়া ছিল, সিপিএমের ভোটও ওদিকে গিয়েছে,তাছাড়া আমাদেরও কিছু ত্রুটি ছিল,এসবের জন্য গড়বেতায় আমরা পিছিয়ে পড়েছি,তবে আমরা ভয় টয় পাইনা।

আরও পড়ুনঃ মনিনাথপুরে আক্রান্ত পরিবারের পাশে শুভেন্দু

আমরা বিধানসভায় এগিয়ে আছি,এবার ২২ টি আসন পেলেও ভোটের হার বেড়েছে,আমরা এখনও ক্ষমতায় আছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পুলিশ মন্ত্রীও।চলার পথে সামান্য ত্রুটি হয়েছে,তা কাটিয়েই এগোবো।” সেইসঙ্গে দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের বেনোজল দরকার নেই, পচা আলু বস্তা থেকে বের করে দিন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here