নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
মুজনাই নদীর ভাঙনে আতঙ্কিত আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নং গ্ৰাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা।
ইতিমধ্যে এলাকার বহু মানুষের কৃষিজমি, সুপারি বাগান, বাড়ি ঘর এবং মুরগির ফার্ম মুজনাই নদী গর্ভে চলে গিয়েছে শীঘ্র যদি ভাঙন রোধে ব্যবস্থা গ্ৰহণ না করা হয় তাহলে আরও বহু জমি , বাড়িঘর নদী গর্ভে চলে যাবে বলে আশঙ্কা করছে এলাকার বাসিন্দারা।
এলাকার বাসিন্দা বাবুল দাস জানান, মুজনাই নদী এলাকায় বাঁধ নেই আর বাঁধ না থাকার দরুণ প্রতিবারই ভাঙন হয় এবং ভাঙনে এখন অবধি বহু জমি চলে গিয়েছে। আমাদের দাবি শীঘ্র এখানে পাথরের বাঁধ দেওয়া হোক। এর জন্য আমরা প্রশাসনের কাছে আর্জিও জানিয়েছি কিন্তু এখন অবধি কোনো উদ্যোগ গ্ৰহণ করা হয়নি।
আরও পড়ুনঃ নামছে জল,দুই নদী থেকে তোলা হল ‘লাল সতর্কতা’
এই ব্যাপারে জটেশ্বর-২ গ্রাঃপঃ প্রধান সমর পাল জানান, মুজনাই নদীর জলে বেশ কিছু জায়গায় প্রচন্ড ভাঙন শুরু হয়েছে। সমস্ত ভাঙনের জায়গাগুলিকে চিহ্নিত করে একত্রে পরিকল্পনা করা হচ্ছে। আশা করছি, খুব দ্রুত ইরিগেশন দপ্তরের সহযোগিতায় এই ভাঙন রোধে কাজ শেষ করতে পারবো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584