ভাঙছে নদী পার,ক্ষোভে রাস্তা অবরোধ স্থানীয়দের

0
83

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

The river sand broken
নিজস্ব চিত্র

আজ সকাল থেকেই কয়েকশো মানুষ বন্ধ করে দিয়েছে লালগড় আম কলা সেতু।তাদের দাবি কাঁসাই নদীর পাড় বাঁধানোর কাজ চালিয়ে যেতে হবে, না হলে আবারও বর্ষায় ভাসবে গ্রাম গুলি।গাছ ফেলে রাস্তা অবরোধ শুরু করল গ্রামবাসীরা।প্রয়োজনে রাস্তা কাটাও হবে বলে জানিয়ে দিল গ্রামবাসীরা।শুক্রবার ঝাড়গ্রাম থেকে লালগড় যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ করে রেখেছেন গ্রামবাসীরা।

The river sand broken
নিজস্ব চিত্র

লালগড়ে কংসাবতী নদীর উপর সেতু হলেও নদী পাড় বরাবর গার্ড ওয়াল তৈরি করা যায় নি,ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী পাড়,বর্ষার জলে ভেসে যাচ্ছে আমকলা, কানাইপাল এর মতে নদীর পাড়ে অবস্থিত গ্রামগুলি।সমূহ ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষ বাস।ফসল ঘরে তােলার আগেই কাঁসায়ের জলে ভেসে যাচ্ছে মাঠের ফসল।

আরও পড়ুনঃ স্বাধীনতা আন্দোলনের স্মৃতি বুকে নিয়ে বিপর্যস্ত হিলির যমুনা নদীর সেতু

The river sand broken
নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দা জানালেন, ‘লালগড়ের আমকলা,গোয়াবাগান, কানাইপাল, ধামরো এই সমস্ত নদী পার্শ্ববর্তী গ্রাম এই মুহূর্তে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে আস্তে আস্তে।আর বার বার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা পায়নি গ্রামবাসী।

The river sand broken
নিজস্ব চিত্র

কাজ শুরু হবে বলে নদীর পারে সমস্ত গাছ কেটে ফেলা হয়েছে পরিষ্কার করে দেওয়া হয়েছে নদীর পাড়।কিন্তু দীর্ঘ এক বছরেরও বেশি সময় ওই অবস্থাতেই পড়ে আছে এই নদীর পার্শ্ববর্তী এলাকা গুলো, আর একটু একটু করে ভাঙছে নদীর পাড়,গ্রামগুলো চলে যাচ্ছে নদী গর্ভে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here