পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
অল্পের জন্য প্রাণে বাঁচলেন উত্তর দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি নির্মল দাম সহ একাধিক জেলা নেতৃত্ব।জানা গিয়েছে, লোকসভা ভোটে জয়ী হওয়ার পর প্রথমবার সোমবার চোপড়ায় দলীয় নেতাকর্মীদের সম্বর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দার্জিলিংয়ের নবনির্বাচিত সাংসদ বিজেপির রাজু বিস্ট।
সেই অনুষ্ঠানেই যোগ দিতে রায়গঞ্জ থেকে জেলা সভাপতি নির্মল দাম,জেলা সম্পাদিকা কিরণ মাহাতো সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ রওনা হয়।
পথে ইসলামপুরে থেকে ওই গাড়িতে ওঠেন জেলা সাধারণ সম্পাদক সুরজিৎ সেন। ইসলামপুর পেরিয়ে চোপড়ার কাঁচাকালীর দিকে যেতে পথে শ্রীকৃষ্ণপুর কলতাহার কালীবাড়ি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে পেট্রোল পাম্প থেকে বের হওয়া একটি ১০ চাকা লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুনঃ সাগরপাড়ায় বাইক-টোটোর ধাক্কায় আহত ৪
গাড়িতে থাকা ছয় জন আহত হয়। স্থানীয়রা সবাইকে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় আহতদের। খবর পেয়ে বিজেপির টাউন সভাপতি সৌম্যরূপ মন্ডল,চন্দন শেঠ সহ দলীয় নেতাকর্মীরা ছুটে আসে।
জেলা সভাপতি সহ বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দিলেও জেলা সাধারণ সম্পাদক সুরজিৎ সেনের জখম গুরুতর হওয়ায় তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।সুরজিৎবাবুর সম্ভবত বাম হাত ভেঙ্গে গিয়েছে।ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটিকে আটক করেছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584