রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
![the road accident in murshidabad](https://newsfront.co/wp-content/uploads/2019/05/the-road-accident-in-murshidabad7-768x1024.jpeg)
পথ দুর্ঘটনা মৃত্যু মুর্শিদাবাদ জেলায় নিত্য ঘটনা হয়ে উঠেছে।আজ সকালে পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত তিন।
নবগ্রাম থানার অন্তর্গত মেহেদিপুর সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কের উপরে লরি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের,গুরুতর আহত অবস্থায় অপর আরোহীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।শেষ পাওয়া খবরে জানা যায়, হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
![the road accident in murshidabad](https://newsfront.co/wp-content/uploads/2019/05/the-road-accident-in-murshidabad5-1024x693.jpeg)
![the road accident in murshidabad](https://newsfront.co/wp-content/uploads/2019/05/the-road-accident-in-murshidabad4-1024x690.jpeg)
এই দুর্ঘটনায় মৃত ইন্দ্রজিৎ মন্ডল(৩০) পেশায় কলেজ শিক্ষক এবং রূম্পা বৈরাগী(২৮) পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে কর্মরত।ইন্দ্রজিৎ সকালে রুম্পাকে তার কর্মস্থলে পৌঁছে দিতে গিয়েই এই দুর্ঘটনার শিকার বলে জানা যায়।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত যুবক
![the road accident in murshidabad](https://newsfront.co/wp-content/uploads/2019/05/the-road-accident-in-murshidabad6-1024x507.jpeg)
![the road accident in murshidabad](https://newsfront.co/wp-content/uploads/2019/05/the-road-accident-in-murshidabad8-1024x614.jpeg)
![the road accident in murshidabad](https://newsfront.co/wp-content/uploads/2019/05/the-road-accident-in-murshidabad2.jpeg)
![the road accident in murshidabad](https://newsfront.co/wp-content/uploads/2019/05/the-road-accident-in-murshidabad3-1024x434.jpeg)
অপরদিকে,বহরমপুর থানার অন্তর্গত চুঁয়াপুর মোড়ে ৩৪ নং জাতীয় সড়কের উপর লরির ধাক্কায় মৃত্যু হয় স্থানীয় ট্রাক্টর কোম্পানির সেলসম্যান সুরজিৎ হালদারের(৩০)।জানা যায়,ভাকুড়ির দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা লরির ধাক্কায় মৃত্যু হয় সুরজিতের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584