মূর্তি ভাঙা দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ

0
50

সুদীপ পাল, বর্ধমানঃ

এক সপ্তাহ পেরিয়ে গেলেও বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙার ঘটনায় পুলিশ এখনও কাউকে ধরতে পারেনি। আজ দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখালেন কংগ্রেসের নেতাকর্মীরা।

the road block | newsfront.co
পথ অবরোধ। নিজস্ব চিত্র

পুলিশ কেন এখনও দুষ্কৃতী ধরতে পারল না, সে বিষয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জানান তাঁরা। এ দিন বিক্ষোভরত নেতা-কর্মীদের পুলিশ আটক করে।

গত ১৭ নভেম্বর সকালে পূর্ব-বর্ধমানের মানকরে স্থানীয় বাসিন্দারা দেখেন কংগ্রেস কার্যালয়ের সামনে বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙা। দূরে রাস্তায় পড়ে রয়েছে ভাঙা মূর্তির অংশ। রাতের অন্ধকারে মূর্তিটি জায়গা থেকে তুলে রাস্তার উপর ভেঙে ফেলা হয়েছে বলে অনুমান করা হয়।

the road block | newsfront.co
প্রতিবাদীদের উঠিয়ে দিচ্ছে পুলিশ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ভোট কক্ষে আয়না লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কংগ্রেস নেতা-কর্মীদের অভিযোগ, ঘটনার আগের দিন বিজেপি কলকাতায় দলের প্রদেশ দফতরে হামলা চালিয়েছিল। মানকরে মূর্তি ভাঙার পিছনেও ‘বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের’ হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে। কিন্তু বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

এ দিন বুদবুদ বাজার এলাকায় প্রথমে মিছিল করেন কংগ্রেস নেতাকর্মীরা। তারপর একটি প্রতিবাদ সভা করা হয়। প্রতিবাদ সভার পরে বুদবুদ বাজারে রাস্তা অবরোধ শুরু করেন তাঁরা।

রাস্তার উপরে বসেও পড়েন নেতা-কর্মীরা। ঘন্টাখানেক রাস্তা অবরোধ থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ অবশ্য দাবি করছে গোটা ঘটনার তদন্ত চলছে। দ্রুত দোষীদের গ্রেফতার করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here