নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচি শহরে গত ১৩ জুন ভগবান বিরসা মুন্ডার মূর্তি ভেঙে ফেলে কিছু দুষ্কৃতী।তারই প্রতিবাদ গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে,ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে ভারত জাকাত মাঝি পারগানা মহল থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে,সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার চন্দ্রকোনা রোডে ৬০ নম্বর জাতীয় সড়কের পাশাপাশি ঘাটাল সারেঙ্গার রাজ্য সড়কের কেন্দ্রস্থল করত চৌরাস্তা মোড়ে পথ অবরোধ করে তীব্র প্রতিবাদ জানায়।
আরও পড়ুনঃ বিরসা মুণ্ডার মূর্তি ভাঙার প্রতিবাদে ঝাড়গ্রামে পারগানা মহলের মিছিল
এই সংগঠনের নেতা শিবলাল মুর্মু জানান অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে,তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে তারা,এমনই হুঁশিয়ারি দেন ভারত জাকাত মাঝি পারগানা মহল সংগঠনের নেতা শিবলাল মুর্মু।এদিন প্রায় দু’ঘণ্টা ধরে চলে এই পথ অবরোধের কর্মসূচি।এর ফলে যানজটের মধ্যে পড়তে হয় পুরো শহরবাসীকে।পরে ঘটনাস্থলে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ পৌঁছায়।পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584