বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গার প্রতিবাদে কোচবিহারে ডিএসও-র অবরোধ

0
52

মনিরুল হক, কোচবিহারঃ

the road block for broken statue of vidyasagar
নিজস্ব চিত্র

বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গার প্রতিবাদে কোচবিহারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল এসইউসিআই(সি)-র ছাত্র সংগঠন ডিএসও। কোচবিহার সুনিতি রোডের হরিশপাল চৌপথ এলাকায় এই অবরোধ করা হয়।অবরোধের জেরে সুনিতি রোডে তীব্র যানজটের তৈরি হয়।

the road block for broken statue of vidyasagar
নিজস্ব চিত্র

বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গার প্রতিবাদে কলকাতার আন্দোলনের ঢেউ কোবিহারেও।মঙ্গলবার সন্ধ্যায় অমিত শাহর রোড-শোকে কেন্দ্র করে গোলমাল বাঁধে কলকাতায়। বিদ্যাসাগর কলেজেও হামলায় ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তি।বাংলার সংস্কার আন্দোলনের পথিকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার মূর্তি ভাঙ্গায় আঘাত লেগেছে বাঙালির মনে।এই ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে গোটা রাজ্যে।

আরও পড়ুনঃ সালার কলেজে প্রতিবাদে সরব ছাত্র ছাত্রীরা,পুড়লো মোদির কুশপুতুল

শুরু হয়েছে প্রতিবাদ আন্দোলন।গতকাল সন্ধ্যাতে ঘটনাস্থলে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।ওই ঘটনার নিন্দা করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে দেন।গতকালের ঘটনার পর আজ মণিষীর মূর্তি ভাঙার প্রতিবাদে কোচবিহারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ডিএসও। ডিএসওর কোচবিহার জেলা সম্পাদক স্বপন কুমার বর্মন বলেন,” বিদ্যাসাগরের মুর্তি যারা ভাঙলো তাদের উপযুক্ত শাস্তি চাই।

“তিনি আরো বলেন, “বিজেপি ও আরএসএস মিলে মানবতা আন্দোলনের কাণ্ডারি বিদ্যাসাগরের মুর্তি ভেঙ্গে ফেলে।এই কুরুচিকর নিন্দনীয় কাজের প্রতিবাদে তীব্র জনমত তৈরী হওয়া প্রযোজন।নিন্দনীয় এই ঘটনার প্রতিবাদ জানাতেই এই দিনের এই প্রতীকী পথ অবরোধ।”

তার মতে, আরএসএস এই রাজ্যের সংস্কৃতিকে ভেঙ্গে মৌলবাদী শক্তিকে প্রশ্রয় দিচ্ছে।এরই পরিণতি এই মুর্তি ভাঙা বলে মনে করে ডিএসওর নেতৃত্ব।এদিন তাদের পক্ষ থেকে কোচবিহার সাগরদিঘি চত্বর এলাকায় বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করা হয়। পাশাপাশি এদিন মূর্তি ভাঙ্গার প্রতিবাদ জানিয়ে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে প্রতিবাদে শামিল হয় বিদ্যাসাগর জন্মদ্বিশত বার্ষিকী উৎযাপন কমিটি সদস্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here