মনিরুল হক,কোচবিহারঃ
প্রায় দু-মাস স্কুল বন্ধের প্রতিবাদে পথ অবরোধ করল স্কুল পড়ুয়ারা।দিনহাটার মাতালহাট হাই স্কুলের পড়ুয়ারা ওই পথ অবরোধ করে।এদিন মাতালহাট বাজারে বেলা ১১ টা নাগাদ এই অবরোধ শুরু হয়।ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দিনহাটা থানার পুলিশ।পরে পুলিশ স্কুল পড়ুয়াদের সাথে কথা বলে বেলা ৩টা নাগাদ ওই অবরোধ তুলে নেন।
এদিন ওই অবরোধের ফলে দিনহাটা মাতাল হাট রোডে বেশ কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।পরে পুলিশের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়ে যায়।মাতালহাট হাই স্কুলের পড়ুয়াদের দাবি, এমাসের প্রথম থেকেই দিনহাটার বিভিন্ন স্কুলের সঙ্গে সঙ্গে মাতালহাট হাই স্কুল বন্ধ রয়েছে। স্কুলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে টানা দু’মাস স্কুল বন্ধ থাকবে।এর ফলে স্কুলের ছাত্র ছাত্রীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আরও পড়ুনঃ পুলিশী হামলার অভিযোগে পথ অবরোধ বিজেপির
তাদের দাবি, গরমের অজুহাত তুলে সরকারি স্কুল গুলি বন্ধ করে দেওয়া হলেও বেসরকারি স্কুল গুলি রমরমিয়ে চলছে।ফলে সরকারি স্কুলের ছাত্র ছাত্রীরা পড়াশোনায় পিছিয়ে পড়ছে। তাইতো টানা প্রায় দু’মাস স্কুল বন্ধের বিরুদ্ধে পথ অবরোধের পথে যেতে হলো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584