শিৎপাড়ায় দু’দিন ব্যাপী আদিবাসী লোকসংস্কৃতি উৎসবের আয়োজন

0
49

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

the two days preparation festival of Folk culture
নিজস্ব চিত্র

জেলার চোপড়া ব্লকের তিনমাইল শিৎপাড়া ফুটবল মাঠে জমে উঠেছে আদিবাসী সমাজের জিয়ান মারাং বুরু বিদিন সমাজ সুসর বেহসির উদ্যোগে এবং বন্দে ভারত সংঘের পরিচালনায় আদিবাসী ধর্মীয় অনুষ্ঠান ও আদিবাসী লোক সংস্কৃতি অনুষ্ঠান।এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা সহ বিহার ও ঝাড়খন্ড থেকেও কয়েক হাজার আদিবাসী সমাজের মানুষ অনুষ্ঠানে যোগ দেন।অনুষ্ঠানের সূচনা হয় শনিবার বিকাল পাঁচ টায় ৩১নং জাতীয় সড়ক তিনমাইল থেকে একটি শোভাযাত্রা শিৎপাড়া ফুটবল মাঠে পৌঁছান।

শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল তির ধনুক সহকারে আদিবাসী লোক নৃত্য দলের অংশগ্রহণ। আদিবাসী ধর্মীয় সবুজ পতাকা তুলে শুরু হয় আদিবাসী লোক সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিহার ও ঝাড়খন্ড থেকে আসা ধর্ম গুরু ভগলু মারান্ডিঅবিলরাম মারান্ডি ও কৃষ্ণ হেমব্রম। দুই দিন ব্যাপি এই অনুষ্ঠানে সকলের মন জয় করেছে বিভিন্ন জায়গা থেকে আসা আদিবাসী লোক নৃত্যের দল। ধামসা মাদলের তালে তালে সবুজ চা বাগান ঘেরা শিৎপাড়া ফুটবল মাঠে যেন একটি মিলন মেলার রূপ নেয়।

আরও পড়ুনঃ করনদীঘি স্কুলে আদিবাসী ও লোকসংস্কৃতি উৎসবের আয়োজন

পরিচালক কমিটির পক্ষে সভাপতি ভবেশ কর এবং সম্পাদক প্রাণ গোপাল দাস জানান,জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলকে দেশ সেবার কাজে এগিয়ে আসার আহ্বানেই তাদের এই অনুষ্ঠান।এছাড়াও আদিবাসী ধর্ম গুরুর মতে আদিবাসী সমাজকে নেশা মুক্ত করে তাদের আর্থিক ভাবে এগিয়ে যাওয়ায় তাদের মূল পরামর্শ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here