বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
সন্দেশখালিতে রাজনৈতিক সংঘর্ষ ও মৃত্যুর ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি।এদিন শিলিগুড়ির ভেনাস মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি নেতা কর্মীরা।এখানে বেশ কিছুক্ষণ চলে অবরোধ।
আরও পড়ুনঃ সন্দেশখালির প্রতিবাদে কান্দিতে পথ অবরোধ বিজেপির
অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী।যদিও পুলিশ প্রশাসনের তৎপরতায় অবরোধ তুলে দেয় অবরোধ কারীদের।এই বিষয়ে ভারতীয় যুব মোর্চার শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি কাঞ্চন দেবনাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে, “বাংলায় গনতন্ত্র বলে কিছু নেই।
লোকসভা ভোটে বিজেপির জয় লাভের পর বিভিন্ন জায়গায় বিজেপি সমর্থকদের ওপর পুলিশ বাহিনী দিয়ে হামলা চালাচ্ছে রাজ্যের শাসক দল তা একেবারেই বাঞ্ছনীয় নয়।তাই সন্দেশখালির ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584