ধসে যাচ্ছে ঢালাই রাস্তা,উদাসীন প্রশাসন

0
49

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১নং অঞ্চলের কোটনাউড়ি চন্দ্রপাড়ায় বছর তিনেক আগে নবনির্মিত ঢালাই রাস্তা ধসে প্রায় জলের তলায় যেতে বসেছে। ওই এলাকায় প্রায় ৭০ পরিবারের লোকজন ওই ঢালাই রাস্তা দিয়ে যাতায়াত করে। ওটাই বাড়ি থেকে বের হওয়ার মূল রাস্তা।

the-road-damage in bhagabanpur | newsfront.co
ধরেছে ফাটল। নিজস্ব চিত্র

প্রায় বছর খানেক ধরে এমন বিপজ্জনক অবস্থায় রয়েছে রাজ্য সরকারের নির্মিত ঢালাই রাস্তা। স্থানীয়রা জানান, সম্প্রসারণের জন্য বারবার জানালেও কোনও লাভ হয়নি।

the-road-damage in bhagabanpur | newsfront.co
জল ছুঁই ছুঁই। নিজস্ব চিত্র
the-road-damage in bhagabanpur | newsfront.co
গোবিন্দ বসাক চন্দ, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চত্র

আরও পড়ুনঃ বুলবুলের প্রভাবে দেউলিয়া দক্ষিণ সুন্দরবনের বাসিন্দারা

জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় রাস্তা। পুকুরের একপাশে রাস্তাটি হেলে প্রায় জলের তলায় যেতে বসেছে। সাইকেল নিয়ে ভয়ে ভয়ে পার হতে হয়, যেকোনো মুহূর্তে পুকুরে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ছাত্র ছাত্রিরাও বাড়ি থেকে বেরিয়ে ওই রাস্তা দিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়, যে কোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কাবোধ করছে এলাকাবাসী। এলাকার মানুষজন এর দ্রুত সম্প্রসারণ চায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here