সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
রাস্তা সারাইয়ের জন্য তিন চার মাস পূর্বে ডায়মন্ড হারবার থানার নেতড়া সুলতানবাগ এলাকায়
রাস্তার উপর পাতা ইঁট তুলে দিয়ে সেই যে চলে গেছে ঠিকাদার সংস্থার কর্মীরা তারপর আর পাত্তা নেই।এদিকে তিন দিনের বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে পথ।কাদা ঠেলে হাতে জুতো নিয়ে যেতে হচ্ছে।ধপাস হওয়ার আশঙ্কায় বুক দুরুদুরু।বাড়ছে ক্ষোভ।সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেল আজ।বেহাল রাস্তা মেরামতের দাবীতে স্থানীয় বাসিন্দারা আজ সকাল থেকে পথ অবরোধ করে সুলতানবাগ মোড়ে।
আরও পড়ুনঃ পথদুর্ঘটনা চন্দ্রকোণায় ঘটনায় পর্যবসিত,ক্ষোভে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের
ঘটনার প্রকাশ এই যে,ইঁটের উপর ঢালাই করা রাস্তা ছিল।প্রধানমন্ত্রী জাতীয় গ্রাম যোজনার রাস্তা তৈরী করার জন্য সুলতানবাগ মোড় থেকে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা পিচ ঢালাই করার জন্য ঢালাই ভেঙে ইট তুলে রেখে চলে যায়।
কয়েকদিন ধরে একটানা বৃষ্টির জন্য এলাকার মানুষ ও স্কুল ছাত্ররা রাস্তায় চলাচল করতে পারছেনা।রাস্তা সারানোর দাবিতে সুলতানবাগ সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ বাসিন্দারা সুলতানবাগ মোড়ে হটুগঞ্জ-উস্তি রোড অবরোধ করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584