সুদীপ পাল, বর্ধমানঃ
পথবাতি নেই। ফলে সন্ধ্যা নামলেই গোটা এলাকা ঢেকে যায় অন্ধকারে। তার জেরেই এলাকায় ঘটছে চুরি ছিনতাইয়ের মতো দুর্ঘটনা। এই অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের বেলকাশ গ্রাম পঞ্চায়েতের আমতলা গ্রামে।
গ্রামের বিভিন্ন রাস্তায় আলো লাগানোর দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। পূর্ব বর্ধমানের সদর শহর বর্ধমানের কাছে বেলকাশ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমতলা গ্রামে পাঁচশো পরিবারের বাস। তাঁদের অভিযোগ, রাস্তায় পর্যাপ্ত আলো না থাকায়, অন্ধকারে চুরি ডাকাতির মতো ঘটনা বাড়ছে।
আরও পড়ুনঃ তৃণমূলের দুই কর্মীকে মারধরের অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে
তাঁদের আরও অভিযোগ, এলাকার প্রধানের তত্ত্বাবধানে রাস্তাটি বছরখানেক আগে ঢালাই করে সংস্কার করা হলেও ইতিমধ্যেই তা বেহাল হয়ে পড়েছে। তার জেরে সমস্যায় পড়ছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রের খবর, মাসখানেক আগে শরৎপল্লী কালীমন্দিরের কাছে এক কলেজছাত্রীর ব্যাগ ছিনতাই হয়েছে। এর আগে গুলিও চালিয়েছিল দুষ্কৃতীরা। এসব ঘটনা মাথায় রেখে আলো লাগানোর আর্জি জানাচ্ছেন বাসিন্দারা।
স্থানীয় পঞ্চায়েত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584