হাসপাতালে চিকিৎসাধীন ক্যন্সার আক্রান্ত রোগীর ফাঁকা বাড়িতে চুরি

0
85

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

নিজস্ব চিত্র

হাসপাতালে ভর্তি ক্যানসার আক্রান্ত রোগী।হঠাৎ রোগীর প্রয়োজনে হাসপাতাল থেকে রাতে ডাক পড়ায়, বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে ঘরের তালা ভেঙ্গে লুটপাট চালায় দুষ্কৃতীরা।

প্রায় তিন লক্ষ টাকার সোনার গহনা সহ ৫০ হাজার টাকা নগদ খোয়া যায়।

নিজস্ব চিত্র
robbery in the patient house | newsfront.co
পাঁচু গোপাল মন্ডল,গৃহকর্তা।নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার পার্বতীপুরের পাঁচু গোপাল মণ্ডলের বাড়িতে।তার স্ত্রীর টুকু মণ্ডল ক্যানসার আক্রান্ত।অসুস্থ অবস্থায় স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি আছেন।অবস্থা খারাপ হাওয়ায় হাসপাতাল থেকে ডাক পড়ে,সকলে সেখানে চলে যায়।

আরও পড়ুনঃ ক্রেতা সেজে গহনা চুরি,ধৃত মহিলা

robbery in the patient house | newsfront.co
বিনিয় মন্ডল,অভিযুক্ত।নিজস্ব চিত্র
robbery in the patient house | newsfront.co
সন্ধ্যা মন্ডল,পরিবারের সদস্য।নিজস্ব চিত্র

সেই সুযোগে প্রতিবেশী বিনয় মণ্ডল ঘরের তালা ভেঙ্গে লুটপাট করে বলে অভিযোগ।তাকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয় মানুষ জন।কারণ বিনয় মণ্ডলের ঘরের বারান্দা থেকে চুরি যাওয়া জিনিসের ব্যাগ পাওয়া যায়।

ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ এসে পুর বিষয়টি খতিয়ে দেখছে।পাশাপাশি অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here