নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

অবসর প্রাপ্ত সরকারী কর্মীর বাড়ির জানালার গ্রিল খুলে ঘরের আলমারি ভেঙে প্রায় ১৯ ভরি সোনার অলঙ্কার ও নগদ ছয় থেকে সাত হাজার টাকা চুরি করে পালাল দুষ্কৃতিরা।ঘটনাটি প্রকাশ্য আসতেই শুক্রবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়াল ইংরেজবাজার শহরের উত্তর সানিপার্ক এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইংরেজবাজার থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে,ইংরেজবাজার শহরের উত্তর সানিপার্ক এলাকার বাসিন্দা সুভাষ চন্দ্র দাস।তিনি সরকারী অবসরপ্রাপ্ত কর্মী।পরিবারে রয়েছে স্ত্রী ও দুই ছেলে মেয়ে। বর্তমানে বাড়িতে স্বামী স্ত্রী দুই জনেই থাকেন।প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতে একটি ঘরে ঘুমিয়ে পড়ে স্বামী স্ত্রী।
আরও পড়ুনঃ গহনা চুরির অভিযোগে গ্রেফতার যুবক
সকালে উঠে পাশের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয়।বাড়ির পেছনে গিয়ে দেখে ওই ঘরের জানালার গ্রিল খোলা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘরের ভিতরে ঢুকে দেখে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে।কিন্তু দুষ্কৃতিরা আলমারি ভেঙে প্রায় ১৯ ভরি সোনার অলঙ্কার ও নগদ প্রায় ছয় থেকে সাত হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে।ইংরেজবাজার থানায় খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ।চুরির অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584