নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি নরেন্দ্র দত্তের ওপর হামলার অভিযোগ তোলে সোমবার রাতেই মাথাভাঙা থানায় বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা।অভিযোগ, ওই রাতেই মাথাভাঙা শহরে বিজেপির দলীয় কার্যালয়েও ভাঙচুর করে তারা।শুধু দলীয় কার্যালয়ই নয় বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকের বাড়ি ভাঙচুর ও তাঁদের ওপর আক্রমণ চালায় তৃণমূল কর্মীরা,এমনটাই অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, ওই রাতে শহরের সুটুঙ্গা ব্রিজের কাছে টিএমসিপি-এর জেলা সভাপতি নরেন্দ্র দত্তের ওপর অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ।সেই সময় নরেন্দ্র সেখানে একটি দোকানে দাঁড়িয়ে চপ খাচ্ছিল।এই ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করে তার পাশাপাশি পাল্টা আক্রমণ চালায় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ।তৃণমূল বিজেপির এই গোলমালের জেরে উত্তেজনা ছড়িয়েছে মাথাভাঙা শহরে।
আরও পড়ুনঃ এলাকায় পুলিশ সহ রুটমার্চে ব্লক নির্বাচন আধিকারিক
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাথাভাঙ্গা এসডিপিও শুভেন্দু মন্ডল ও থানার আইসি প্রদীপ সরকারের নেতৃত্বে মাথাভাঙ্গা শহরে রুট মার্চ করে পুলিশ।
তবে তৃনমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগকে অস্বীকার করেছে নরেন্দ্র দত্ত।তিনি বলেন, ‘বিজেপি কর্মীরা আমার ওপর আক্রমণ করে, আমরা দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করেছি।কোনও রকম পাল্টা আক্রমণ বা দলীয় কার্যালয় ভাঙচুর করেনি তৃনমূলের নেতা কর্মীরা।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584