শ্যামল রায়,কলকাতাঃ
আজ ২৪ অগস্ট ২০১৯ মেঘদুত পত্রিকার ষান্মাসিক সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক শ্রী বরুণ চক্রবর্তী।
প্রধান সহ মুখ্য উপদেষ্টা শ্রীমতি জ়য়শ্রী মুখার্জি, উপদেষ্টা ও বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন সাহিত্যবন্ধু শ্রী সোমনাথ নাগ এবং বাংলা সাহিত্যের ইয়ারবুকের সম্পাদক শ্রী বিশ্বনাথ ভট্টাচার্য এবং প্রবীণ কবি ও সাহিত্যিক শ্রী অসীম সরকার।
বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য অ্যাকাডেমির ভাইস-চেয়ারম্যান শ্রী দেবপ্রসাদ বসু উপস্থিতিতে অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও মেঘদূত পত্রিকার সম্পাদক সঞ্জয় কুমার মুখোপাধ্যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও সম্পাদক কবিতা কুটির সাহিত্য পত্রিকা অতনু নন্দী,কবি ও সম্পাদক নব কমল সাহিত্য পত্রিকা পিনাকী বসু,বিশিষ্ট কবি ও সাহিত্যিক অজিতেশ নাগ এবং বহু বিশিষ্ট কবি সাহিত্যিক।
অনুষ্ঠানে ষান্মাসিক লেখার উপর মেঘদুত পত্রিকা ১২ জনকে “মেঘদুত লেখনী সম্মান ২০১৯” পুরষ্কৃত করা হয় এবং ১১ জনকে “আলোকবর্তিকা সম্মান ২০১৯” প্রদান করা হয়।এছাড়া প্রতি বছরের মতো ঈশ্বর ডাঃ সমীর কুমার মুখার্জি স্মৃতি কবিতা প্রতিযোগিতায় এবারে মোট ২৬ জন বিশিষ্ট কবি সাহিত্যিক বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
আরও পড়ুনঃ সংস্কৃত দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান
অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শ্রী সঞ্জয় কুমার মুখোপাধ্যায়ের মেঘদূত পত্রিকার পরিচালনা ও বাংলা সাহিত্যের জন্য চিন্তা ভাবনা সকল উপস্থিত কবি সাহিত্যিক প্রশংসা করেন এবং আগামী দিনের মেঘদূত পত্রিকার ভবিষ্যৎ পরিকল্পনা যে বাংলা সাহিত্যকে নিয়ে যাবে প্রধান অতিথি সেই ব্যাপারে মতামত পোষন করেন।
এই বছর মেঘদূত কবি সুভাষ মুখোপাধ্যায় শত জন্মবার্ষিকী পালন করছে।অনুষ্ঠানে অনেক কবি শিল্পী কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশন করেন।
কবি ও সাহিত্যিক শ্রী শুভম দত্তের লেখা প্রত্যাবর্তন নামে একটা উপন্যাস থেকে স্বল্প দৈর্ঘ্য ছায়াছবির ব্যানার উন্মোচিত হয়।আগামী দিনে শ্রী বিশ্বনাথ ভট্টাচার্য ইচ্ছা প্রকাশ করেন মেঘদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের স্মরণে অনুষ্ঠান করুক।মেঘদূত পত্রিকা সম্পাদক সেই অনুষ্ঠান করবে বলে মত পোষণ করেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584