সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
বিখ্যাত বৈজ্ঞানিক আচার্য জগদীশচন্দ্র বসুর ‘একটি গাছ, একটি প্রাণ’- এই মহামূল্যবান কথাকে মাথায় রেখে কালীপুজোর থিম ভাবল দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার ‘নব জাগরণ সংঘ’ ক্লাব।
থিমের নাম ‘গাছের আর্তনাদ’। ‘গাছের আর্তনাদে’ ফুটে উঠেছে উদ্ভিদ জগত-সহ কীটপতঙ্গদের কথাও। গাছ-গাছালিতে থাকা পোকামাকড়, সরীসৃপ এবং তাদের যত্নে বড় করা ডিম, শাবক- এসবই ফুটে উঠেছে এই পুজো কমিটির থিমে।
মহেশতলা থানার নব জাগরণ সংঘের থিম- ‘গাছ বাঁচাও, প্রাণ বাঁচাও, পরিবেশর ভারসম্য বজায় রাখো’। তাদের পুজো এবার ১০ বছরে পদার্পণ করেছে।
বাজেট ১০ লক্ষ টাকা। মণ্ডপটির বাইরে থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে একটি কৃত্রিম গাছ। তাতে লাগানো হয়েছে প্রাকৃতিক গাছের পাতা।
আরও পড়ুনঃ বৃষ্টিতেও কালীপুজোর জোরদার প্রস্তুতি দুই বর্ধমানে
এছাড়াও মণ্ডপের মধ্যে ভাগ ভাগ করে বিভিন্ন আকর্ষণীয় দৃশ্য তৈরি করা হয়েছে। গাছের ডালে মাকড়সার জাল, পাখির বাসা, বাসায় থাকা পাখির বাচ্চা- এসবই অদ্ভুত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পাখির কিচির-মিচির আওয়াজ তুলে ধরা হবে শব্দের মাধ্যমে।
এছাড়াও তৈরি করা হয়েছে কিছু দৃশ্য। যেমন কাঠুরিয়ার কুঠার হাতে গাছ কাটা, সেই গাছকে কারও ভগবান রূপে পুজো করা অথবা রয়েছে গাছ কাটার সময় গাছের অশ্রুসজল আর্তনাদের অনুভূতি। পুজোর থিমে- মা কালী এখানে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এসেছেন, সেই দৃশ্যই প্রকাশ পেয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584