সাদিকুল আলম, শিলিগুড়ি:-
পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণের ঠিক নেই, আর তার জেরে বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা পিছিয়ে দিতে বাধ্য হচ্ছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।যেমন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ফের পিছিয়ে গেল। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক জয়দীপ সেন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচন থাকায় আগামী ১১ মে থেকে ২৪ মে-র মধ্যে নির্ধারিত থাকা বিএ, বিএসসি, বিকম পার্ট ওয়ান ও পার্ট টু-র (সাধারণ) পরীক্ষা স্থগিত করা হচ্ছে।
পরীক্ষার সংশোধিত সূচী পরে জানিয়ে দেওয়া হবে। রাজ্য নির্বাচন কমিশনের প্রথম ঘোষিত সূচী অনুযায়ী রাজ্যে ১, ৩, ৫ মে ভোট হওয়ার কথা ছিল।পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী ওই সময় কলেজগুলিতে পরীক্ষা ছিল। ভোটের জন্য গত ১০ এপ্রিল ফের বিজ্ঞপ্তি জারি করতে হয়। পিছিয়ে দেওয়া হয় পরীক্ষা। কিন্তু ভোট পিছিয়ে ১৪ মে হওয়ায় ফের পরীক্ষা পিছিয়ে দিতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভোট ভাগ্য নিয়ে আগামী ৮ মে শুনানি হাইকোর্টে শুনানি। মনে হচ্ছে ঐদিন হাইকোর্ট কি বলে তা দেখেই পরবর্তী পরীক্ষা সূচি তৈরি করবে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584