নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
প্রেমে প্রত্যাখান হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল একাদশ শ্রেণীর স্কুল ছাত্রী।রবিবার রাতে ইংরেজবাজার থানার আমজাম তলা এলাকার ঘটনাটি ঘটেছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত স্কুল ছাত্রীর নাম সঞ্চিতা হালদার(১৭)। বাবা সোনাতন হালদার পেশায় রাজমিস্ত্রী।
বাড়ি ইংরেজবাজার থানার যদুপুর ২নম্বর পঞ্চায়েতের আমজামতলা এলাকায়।ইংরেজবাজার শহরের কন্যাশিক্ষা স্কুলে একাদশ শ্রেণীতে পড়ত। পরিবার সুত্রে জানা গিয়েছে, গত প্রায় এক মাস আগে পাশের বাড়ির যুবক ছোট্টু মন্ডলের সঙ্গে প্রেম সম্কর্কে জড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ টাকা না পেয়ে অভিমানে আত্মঘাতী স্কুল পড়ুয়া
ছেলের পরিবারের লোকেরা বিষয়টি জানতে পারলে মাঝে মধ্যেই স্কুল ছাত্রীকে গালিগালাজ করত। রবিবার ফের গালিগালাজ করে। তারি জেরে মানসিক আবসাদের জেরে রবিবার রাতে ঘরের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মৃত ছাত্রীর পাশ থেকে একটি সুসাইট নোট উদ্ধার হয়। পরিবারের লোকেরা ইংরেজবাজার থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584