শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিণ দিনাজপুরঃ
দূর থেকে দেখলে মনে হবে এযেনো মেলাতে আসা কোন অস্থায়ী চপের দোকান,কিন্তু না এটা স্কুল বিল্ডিং, ক্লাস চলছে।ক্লাস ফাইভ টু টেন ক্লাস করছে ত্রিপল বিছিয়ে ত্রিপল এর নিচে।কারণ সরকার খরচ করে বিল্ডিং করে দিলেও তা তালা মেরে বন্ধ করে রেখেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।তিনি ব্যস্ত তার পদ থাকবে কিনা তা নিয়ে ।কোর্ট থেকে রায় নিতে তিনি রয়েছেন কলকাতায়।
আরও পড়ুনঃ স্কুলের মিড ডে মিলে পোকা, গ্রামবাসীদের বিক্ষোভ
মাস ছয়েক আগে থেকেই বালুরঘাটের চককাশি হাই স্কুলের দুই শিক্ষকের কাজিয়া কোর্ট পর্যন্ত গড়ায়।হস্তক্ষেপ করতে হয় ডি আই কে কারণ তালা বন্ধ করে দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।প্রধান শিক্ষক অবসর গ্রহণ করার পর স্কুলেরই রিতা দাস নামে এক শিক্ষিকাকে দায়িত্ব দেওয়া হয় প্রধান শিক্ষকের পদ সামলানোর, কিন্তু ঘরের তালা খোলার সাহস হয়নি তাঁর।
স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি থেকে একাধিক ত্রিপল চেয়ে নিয়ে এসে তা টাঙ্গিয়ে চলছে ক্লাস।অসহায় ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা।তাদের দাবি বারবার জানানো হয়েছে ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসন কিন্তু কেউই কোনো ব্যবস্থা নেয়নি। ছাত্র-ছাত্রীদের কাতর আবেদন অন্তত পরীক্ষার আগে ঘর গুলো খুলে দেওয়া হোক।অভিযুক্ত শিক্ষক সঞ্জয় মন্ডল কোর্টের রায় আনতে এখন কলকাতায় রয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584