নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
পশ্চিমবঙ্গ সরকারের সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে চতুর্থ সায়েন্স এন্ড টেকনোলজি কংগ্রেসের উদ্বোধন হল বুধবার। আলিপুরদুয়ার কলেজে এই বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন করেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য দেবকুমার মুখোপাধ্যায়। বিজ্ঞান ও প্রযুক্ত কংগ্রেসে বিভিন্ন বৈজ্ঞানিক , অধ্যাপকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ অসমে স্বাভাবিক ইন্টারনেট-ফোন পরিষেবা, শিক্ষাপ্রতিষ্ঠান চালুর সম্ভাবনা ২৩ তারিখ
জানা গিয়েছে ২৭ তম রাজ্য সায়েন্স ও টেকনোলজি কংগ্রেস অনুষ্ঠিত হবে কোলকাতার সায়েন্স সিটিতে। ২৮ ও ২৯ ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী রাজ্য সায়েন্স এন্ড টেকনোলজি কংগ্রেস অনুষ্ঠিত হবে।
তার আগে আলিপুরদুয়ার কলেজে নর্দান রিজিওনাল সায়েন্স এন্ড টেকনোলজি কংগ্রেস শুরু হল বুধবার। আলিপুরদুয়ার কলেজের বোটানি বিভাগের প্রধান জোৎস্না দাস বলেন, “ এই কংগ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ন। ডুয়ার্সের আর্থ সামাজিক ব্যাবস্থার উন্নয়নে এই কংগ্রেস অত্যন্ত উল্লেখযোগ্য ভুমিকা নেবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584