এগরায় বিজ্ঞান মেলার আয়োজন

0
67

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

science fair | newsfront.co
নিজস্ব চিত্র

জল অপচয় রুখতে,চারা গাছ রোপণ ও পরিবেশের গুরুত্ব বোঝাতে বিজ্ঞান মেলার আয়োজন।রাজ্য স্কুল শিক্ষা দফতর,বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দফতরের যৌথ উদ্যোগে এবং পূর্ব মেদিনীপুরের এগরা-১ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় মঙ্গলবার ব্লকের রাসন নেহেরু বিদ্যাপীঠে বিজ্ঞান মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র

ব্লক প্রশাসন সূত্রের খবর,এ দিন আয়োজিত ওই বিজ্ঞান মেলা ও প্রদর্শনীতে এগরা-১ ব্লকের ১৯ টি স্কুলের ছাত্র-ছাত্রীরা যোগ দেয়।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মেদিনীপুর শহরের জেলা পরিষদ প্রাঙ্গনে তাঁত বস্ত্র প্রদর্শনী ও মেলার সূচনা

এগরা-১ ব্লকের সভাপতি অমিয় কুমার রাজ বলেন,”যতই দিন এগোচ্ছে দূষণ ক্রমশ বেড়েই চলেছে।তাই পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে।পাশাপাশি জলের অপচয়ও রুখতে হবে।চারা গাছ রোপণ করতে হবে।ছাত্রছাত্রী- সহ জনসাধারণকে সচেতন করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

নিজস্ব চিত্র

” বিজ্ঞান মেলা ও প্রদর্শনীতে ছিল ২০ টি স্টল।শিবিরে ছিলেন এগরা-১ ব্লকের বিডিও বংশীধর ওঝা, ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ মানসী দে,জেলা পরিষদের সদস্য ছবি দাস মহাপাত্র,ব্লকের এসইও শিবু রঞ্জন সিং,ব্লক যুব আধিকারিক সাগরিকা রাজ,ব্লকের কো-অর্ডিনেটর ঋতুপর্ণা মহাপাত্র (মিশ্র) প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here