নিজামুদ্দিন ফেরতদের খোঁজ শুরু উত্তর দিনাজপুরে

0
43

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

লকডাউন চলাকালীন দিল্লির নিজামুদ্দিনে অবৈধ জমায়েত নিয়ে তোলপাড় হয়েছে গোটা দেশ। সারাভারত জুড়েই ছড়িয়ে পড়েছে নিজামুদ্দিন থেকে ফেরত অনেক মানুষ। তাদের অনেকের শরীরে মারন ভাইরাস করোনার প্রকোপ দেখা দিয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর। শুধু তাই নয়, এরাজ্যের অনেক বাসিন্দাও ফিরেছেন নিজামুদ্দিন থেকে।

police officer |newsfront.co
সুমিত কুমার, এস পি। নিজস্ব চিত্র

আরও পড়ুন চোলাই মদ-ইদুঁরের মাংস পাচার করতে গিয়ে গ্রেফতার যুবক

ইতিমধ্যেই রাজ্য সরকার নিজামুদ্দিন থেকে ফেরত এই রাজ্যের বাসিন্দাদের চিহ্নিত করার কাজ শুরু করেছে। তারফলে উত্তর দিনাজপুর জেলার মোট প্রায় ২৪জনের হদিস মিলেছে। এরমধ্যে ১৪জন ডালখোলার এবং ১১জন রায়গঞ্জের বাসিন্দা। তাদের প্রথা মেনেই স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার। নিজামুদ্দিন থেকে আসা উত্তর দিনাজপুরে আরও কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here