কাগজের কলম বানিয়ে তাক লাগালেন স্বনির্ভর মহিলা গোষ্ঠী

0
195

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

কাগজের কলম বানিয়ে নজির গড়লেন আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের হান্টাপাড়া চা বাগানের লোটাস স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

the self help group make paper craft | newsfront.co
কাগজের কলম। নিজস্ব চিত্র

আলিপুরদুয়ার জেলা এবং ক্রেতা সুরক্ষা মেলা শুরু হয়েছে আলিপুরদুয়ার জেলার সলসলাবাড়ী মডেল হাইস্কুলের মাঠে। ৭ দিন ব্যাপী এই মেলাতে বিভিন্ন ব্লক থেকে নানা ধরনের স্টল এসেছে। এছাড়া রয়েছে সরকারি ষ্টলও।

স্বনির্ভর দলের ষ্টলগুলোর মধ্যে মাদারিহাটের হান্টাপাড়া লোটাস স্বনির্ভর দলের স্টল জেলাশাসক মোহন শর্মা থেকে বিধায়ক সৌরভ চক্রবর্তীর নজরেও পড়েছে এই স্টলটি।

the self help group make paper craft | newsfront.co
স্টল বসেছে। নিজস্ব চিত্র

লোটাস স্বনির্ভর দলের সদস্য সংখ্যা সবে মাত্র ১২ জন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই দলটিতে থাকায় এই দলটি শুধু নজর কেড়েছে তা নয়, আগামী দিনে জেলা স্তর থেকে রাজ্য স্তরে, এমনকি আরও উঁচু স্তরে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন অনেকেই।

the self help group make paper craft | newsfront.co
রাখী দাস। নিজস্ব চিত্র

কেন্দ্রীয় সরকার যখন স্বচ্ছ ভারত অভিযানে নেমেছেন, রাজ্য সরকার যখন প্লাস্টিক বন্ধ করার পরিকল্পনায় নেমেছেন, ঠিক তখনই স্বনির্ভর দলের মহিলারা প্লাস্টিক বর্জন করে কাগজের কলম বানাতে সক্ষম হয়েছেন।

আরও পড়ুনঃ পরিবর্তন আসতে পারে সিটিজেনশিপ বিলে

আরও আশ্চর্যের বিষয় হল, এই কাগজের কলমের পেছন দিকে একটি গাছের বীজ দেওয়া আছে। বাজারের অন্যান্য কলমের ক্ষেত্রে কালি শেষ হলে আমরা যেমন রিফিল বদলাই, সেরকমই এই কলমের পিছনে যে বীজ দেওয়া রয়েছে, সেটি মাটিতে পুঁতলে চারাগাছের জন্ম নেবে—এই প্রতীকী চিন্তনটি নজর কেড়েছে সবার।

ডুয়ার্সের মত এলাকায় এরকম ভাবনা ভাবা খুবই প্রশংসনীয়। লোটাস স্বনির্ভর দলের রাখী দাস বলেন, শুধু আলিপুরদুয়ার জেলা নয়, রাজ্যে এই কলমের কদর বেড়েছে।

কলকাতার একটি নামজাদা কোম্পানি দশ হাজার পিস এই কলমের অর্ডার দিয়েছে। এই কলমগুলো বিভিন্ন এলাকা থেকে আসা পর্যবেক্ষকদের দেওয়া হবে। এই কাগজের কলম বিক্রি করে লাভ বা ক্ষতি হবে, তা তাদের এখনও জানা নেই।

এই কলম প্রথম তৈরি করে আনা হয়েছে আলিপুরদুয়ার জেলার সবলা মেলা থেকে। স্বনির্ভর গোষ্ঠীর আর এক সদস্যা রেশমি ওড়াঁও বলেন, প্রথম দিন এই মেলায় নয়শ টাকার ও দ্বিতীয় দিনে এক হাজার টাকার কলম বিক্রি হয়েছে।

কলমের গায়ে স্বনির্ভর দলের নাম ও মোবাইল নম্বর দেওয়া রয়েছে। অর্ডার অনুযায়ী কলম সরবরাহ করা হবে। বর্তমান প্রজন্মের কাছে কাগজের কলমের ব্যবহার তৎসহ একটি চারা গাছের উৎপাদন বিরলতম ঘটনা বলেই মনে করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here