নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সামান্য সচেতনতার অভাবে নগদ টাকা দিয়ে পণ্য কিনেও আমরা অনেক সময় ঠকে যাই। অন্যায়ের শিকার হই।প্রতিকার পেতে লিখিত অভিযোগ জানানো যায় ক্রেতা সুরক্ষা বিভাগে।
কিন্তু সেই অভিযোগ জানাতে সঙ্গে চাই পণ্য ক্রয়ের পাকা রসিদ।এই বার্তা তুলে ধরতে বৃহস্পতিবার মেদিনীপুর শহরের হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলে হল সেমিনার।
পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক বিভাগের উদ্যোগে এই সচেতনতা শিবির।স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীরা অংশ নেয় এই আলোচনায়।
আরও পড়ুনঃ বিদ্যাসাগর বিষয়ক দুদিনের আন্তর্জাতিক সেমিনার
সেমিনারকে আকর্ষণীয় করতে ছিল ম্যাজিক প্রদর্শনী।উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর আঞ্চলিক শাখার অ্যাসিস্টান্ট ডাইরেক্টর অমর্ত্য ঘোড়াই।
স্কুলের প্রধান শিক্ষিকা মালা মজুমদার জানান, “এই ধরনের সেমিনারের মাধ্যমে ছাত্রছাত্রীরা বাস্তব জগতের লড়াইয়ের শক্তি পাবে। আমাদের অধিকার সম্পর্কে সচেতন হব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584