নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
৫ মার্চ শুক্রবার কালীঘাটে নিজের বাড়িতে তৃণমুলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের প্রার্থী তালিকায় বয়সজনিত কারণে ৮০ বছরের ঊর্ধ্বে একাধিক বিদায়ী তৃণমূল বিধায়ক প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাননি।
এই বিদায়ী বিধায়কদের জন্য ফের ক্ষমতায় ফিরলে এবার বিধান পরিষদ তৈরি করা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই বয়স্কদের বিধান পরিষদে ঠাঁই দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়ও থাকবেন, দলের বহু উল্লেখযোগ্য প্রবীণ মুখ। এক্ষেত্রে বিধান পরিষদে স্থান পেতে পারেন, তৃণমূল সরকারের দু’বারের মন্ত্রিসভার অর্থমন্ত্রী অমিত মিত্র, মন্ত্রী পুর্ণেন্দু বসু-সহ বেশ কয়েকজনের।
আরও পড়ুনঃ নাম ঘোষণার পরপরই কপিলমুনির আশ্রমে পুজো দিলেন বঙ্কিমচন্দ্র হাজরা
তৃণমূল নেত্রী প্রার্থী তালিকা ঘোষণার সময় বলেনছেন, “মানুষ যা পছন্দ করেন, সবটা আমরা করতে পারি না তো। এবার ৮০ বছরের বেশি বয়সীদের টিকিট দেওয়া হয়নি। করোনার জন্য তাদের পোস্টাল ব্যালট ব্যবহারের সুযোগ দিয়েছে কমিশন। কমিশনের পদক্ষেপকে সম্মান জানিয়েছি আমরা। এবার বিধান পরিষদ তৈরি করবে। সেখানে আমাদের যে সব বিদায়ী বিধায়ক ভোটে লড়াইয়ের সুযোগ থেকে বঞ্চিত হলেন তাঁদের সদস্য করে নিয়ে আসব।“
আরও পড়ুনঃ দেখে নিন ২৯১ আসনে তৃণমূলের প্রার্থী তালিকা
ভারতের একাধিক রাজ্যে বিধান পরিষদ রযেছে। যার মধ্যে উল্লেখযোগ্য, উত্তর প্রদেশ, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, তেলেঙ্গানা। এবার ফের তৃণমূল ক্ষমতায় ফিরলে পশ্চিমবঙ্গে আরও একবার বিধান পরিষদের অস্তিস্ত চোখে পড়বে। ১৯৫২ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত বাংলাতেও বিধান পরিষদ ছিল। পরে তা তুলে দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584