শ্যামল রায়,পূর্বস্থলীঃ
সারাদিন ব্যাপী ভবিষ্যৎ ভারত ও বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হলো।এই ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ।তিনি উদ্বোধনকালে জানান যে, “ভবিষ্যৎ ভারত ও বিজ্ঞান প্রযুক্তির মধ্যে দিয়ে এই প্রজন্মের ছাত্র ছাত্রী থেকে সকলেই আগামী দিন উপকৃত হবেন,যদি সেই বিজ্ঞানের সুফল আমরা যদি পাই তাহলে এখন থেকেই পরিকল্পনা মাফিক কাজ হলে এই প্রজন্মের ছাত্র-ছাত্রীরা আগামী দিন উপকৃত হবেন।”
এই সেমিনারে উপস্থিত ছিলেন অধ্যাপক নিবেদিতা চক্রবর্তী,বিজন কুমার সাহা,স্বপন দেবনাথ,পরেশ চন্দ্র বিশ্বাস,মনোজ কুমার চক্রবর্তী,ইন্দ্রনীল গোস্বামী।এছাড়াও সেমিনারে বক্তব্য রাখেন মনোজ কুমার চক্রবর্তী,নির্মলেন্দু গুণ,মানিক নাথ,তাপস নারায়ন মুখার্জি ল,অসীম দেবনাথ, জয়ন্ত হালদার,বাপ্পার রাজবংশী,সুজিত আচার্য, শ্রাবণ পাল।
আরও পড়ুনঃ ‘ভাত কাপড়ের ভাবনা ও আমাদের থিয়েটার’ নাট্য বিষয়ক সেমিনার
বিদ্যানগর গয়া রাম দাস বিদ্যামন্দির ও ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।সেমিনার উপলক্ষ্যে একটি প্রদর্শনী এবং কুইজ কনটেস্ট অনুষ্ঠিত হয়।এই প্রসঙ্গে সেমিনারের প্রধান কর্ণধার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর বিভাস বিশ্বাস ও ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অধ্যাপক তুষার কান্তি ঘোষ ছিলেন।এই সেমিনারে উপস্থিত ছিলেন পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং বিজ্ঞানমনস্ক বহু বিশিষ্ট জন।
এছাড়াও বিজ্ঞানের কুফল সুফল এবং বিভিন্ন ধরনের সম্পদ নিয়েও আলোচনা হয় এদিন কার সেমিনারে।ডক্টর বিভাস বিশ্বাস জানান, “গ্রামীণ এলাকায় ভবিষ্যৎ ভারত বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে যে ধরনের সেমিনার অনুষ্ঠিত হলো এর ফলে আমরা গ্রামের মানুষ যথেষ্টভাবে সচেতনতা কিছুটা হলেও ভোগ করতে পারব এবং এই বিদ্যানগরকে কেন্দ্র করে একটি এডুকেশন হাব তৈরীর যে কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।” আগামী দিন এই এলাকার ছাত্র ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের বসবাসকারী মানুষজনের সুযোগ সুবিধা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584