সুদীপ পাল,বর্ধমানঃ
বর্জ্য জল জমার নির্দিষ্ট নালা আছে কিন্তু সেটি ভেঙে যাওয়ায় সেই বর্জ্য জল জমছে মাঠে।বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ স্থানীয়রা। তাঁদের অভিযোগ বিষয়টি প্রশাসনিক স্তরে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি।
বর্ধমান শহরের ১ নম্বর ওয়ার্ড লাগোয়া বেলকাশ পঞ্চায়েতের আমতলা গ্রাম। গ্রামে ঢোকার মুখেই গোলাপবাগ থেকে শরৎপল্লীতে যাওয়ার রাস্তার পাশেই রয়েছে দুটি পরিত্যক্ত মাঠ।বর্জ্য জল এই মাঠে এসে জমা হচ্ছে।
স্থানীয়রা বলছেন, দুর্গন্ধে পাশ দিয়ে যাওয়া দায় হয়ে যাচ্ছে এবং পরিবেশ দূষণ ব্যাপকভাবে হচ্ছে।কিন্তু এই রকম অবস্থা হলো কি করে?বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে মাঠের পাশে নিকাশি নালার যে অংশটি রয়েছে সেটি ভেঙে গেছে। প্লাস্টিক জমে বেশ কিছু অংশ বুজে গেছে।
আরও পড়ুন: ফাঁকা বাড়িতে জানালা ভেঙে চুরি
ফলে বর্জ্য জল নিকাশি নালার সঙ্গে মিশতে না পেরে মাঠেই জমা হচ্ছে। জল জমে থাকার ফলে মশা মাছির উপদ্রব বাড়ছে।পঞ্চায়েতের উদ্যোগে যদিও ব্লিচিং পাউডার এবং মশা মারার তেল দেওয়া হয়েছিল।
তবে তাতে বিশেষ কিছু কাজ হয়নি এক্ষেত্রে। বাসিন্দাদের অভিযোগ, শুধু নিকাশি নালা নয়, বহু জায়গায় জঞ্জাল ফেলার জন্য নির্দিষ্ট জায়গা নেই।ফলে যেখানে সেখানে জঞ্জাল ফেলা হচ্ছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া জানান, বিষয়টি নিয়ে কোনো লিখিত অভিযোগ পাননি তবে তার আশ্বাস লিখিত অভিযোগ পেলে বিষয়টি দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584