অনুরণন সাহিত্য পত্রিকার শারদীয়ার সংখ্যায় প্রকাশ অনুষ্ঠান

0
62

শ্যামল রায়,বেলঘড়িয়াঃ

২৮ সেপ্টেম্বর শনিবার অনুরণন সাহিত্য পত্রিকার শারদীয়া সংখ্যার প্রকাশ অনুষ্ঠান হল। বেলঘড়িয়া ফিডার রোডে ছাত্র মঙ্গল সমিতির হল ঘরে এই অনুষ্ঠানে বহু কবি এবং বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।অতিথির আসন অলংকৃত করেছিলেন বিশিষ্ট কবি সম্পাদক প্রবীর কুমার চৌধুরী কবি ও সম্পাদক শংকর চক্রবর্তী অজয় চক্রবর্তীর কবি ও সাংবাদিক শ্যামল রায় কবি পত্রালি গুহ বিশ্বাস।

sharadiya sonkha release of anuroran paper | newsfront.co
নিজস্ব চিত্র

শারদীয়া সংখ্যার প্রকাশ অনুষ্ঠান কেন করার প্রয়োজনীয়তা রয়েছে সবিস্তার সুন্দর বক্তব্যর মাধ্যমে তুলে ধরেন সম্পাদক গৌতম দাশগুপ্ত।

অনুষ্ঠানে অতিথিদের সম্মান জানানো হয়। অনুরণন সাহিত্য পত্রিকার শারদীয়া সংখ্যার প্রথম সংখ্যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মঞ্চে উপস্থিত কবি সাংবাদিক সম্পাদক বন্ধুরা।

তবে সুন্দর মনমুগ্ধকর অনুষ্ঠানে এক কবির অসম্মান বক্তব্যকে কেন্দ্র করে মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথিরা ক্ষোভ প্রকাশ করেন।মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথি চক্রবর্তী বলেন সাম্প্রতিককালে কতিপয় কবি সাহিত্য জগৎকে কলঙ্কিত করে চলছে।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আবাহন মাদারিহাটে

এদের থেকে সাবধান হওয়া দরকার এবং কবিদের আরো বেশি করে সচেতন হওয়া দরকার বলে মন্তব্য করেছেন।তবে এদিন কার অনুষ্ঠান একটি সুন্দর সার্বিক হয়েছে বলে দাবি করেন তিনি।তবে কতিপয় তকমা লাগানো কবিদের থেকে সাবধান হতে আহ্বান জানিয়েছেন মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথিরা।

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন: শৈলেন্দ্রনাথ চক্রবর্তী,সুদেবী চক্রবর্তী,অজয় চক্রবর্তী,লেখা মণ্ডল, উজ্জ্বল সামন্ত, তন্দ্রা ব্যানার্জী, লিটন দাস, অনুভা সরকার,গোপাল চন্দ্র দাস,সিদ্ধার্থ মিত্র, শচীন রানা, মালা সেন দে, স্মৃতি সাহা, পার্থদীপ সমাজদার, মনোরঞ্জন আচার্য্য,প্রবীর কুমার চৌধুরী, কামনা দেব, সংঘমিত্রা কর্মকার, দীপমাল্য বোস,মনিকান্ত সার,মৃন্ময় বসু রায়চৌধুরী,গোপা ব্যানার্জী, রজত মোহন রায় শ্যামল রায় ও পত্রালি গুহ বিশ্বাস প্রমুখ।

ধন্যবাদ জ্ঞাপন করেন পত্রিকার সম্পাদক গৌতম দাস গুপ্ত। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কবি পত্রালি গুহ বিশ্বাস। উপস্থিত প্রত্যেক কবিকে একটি স্মারক ও মিষ্টির প্যাকেট দিয়ে আপ্যায়ন করা হয় শুভ মহালয়ার পূর্ণ লগ্নে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here