রাজ্যের ষষ্ঠতম পকসো আদালত মেদিনীপুরে

0
74

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
খবরের শিরোনামে বারবার উঠে এসেছে শিশুদের ওপর যৌন নির্যাতন থেকে চাইল্ড পর্ণগ্রাফির মতো ঘটনা,এবার সেই সব অভিযোগের বিচার প্রক্রিয়া চালাতে বিশেষ আদালত(পকসো) চালু হলো মেদিনীপুরে। এখনো পর্যন্ত পশ্চিম মেদিনীপুর সহ মোট পাঁচটি এই ধরনের আদালতে রয়েছে রাজ্যে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলিত করা হচ্ছে। নিজস্ব চিত্র

উদ্বোধন করেন হাইকোর্টের প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তা, উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি নাদিরা পথেরিয়া। উদ্বোধনী বক্তৃতায় হাইকোর্টের প্রধান বিচারপতি জানান ,শিশুদের যৌন হেনস্থা রুখতে ইউনাইটেড নেশনস বহুদিন আগেই কড়া আইন নিয়ে এসেছে।বর্তমানে ভারতবর্ষেও এ ধরনের আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হয় । শুধুমাত্র পকশো সম্পর্কিত অভিযোগগুলি বিচারের জন্য আদালত চালু হওয়ায় বিচার প্রক্রিয়া অনেক সুষ্ঠু এবং তাড়াতাড়ি সম্ভব হবে বলেই মত হাইকোর্টের বিচারপতিদের।নতুন ভবনের উদ্বোধন এর পাশাপাশি এদিন শিশু দিবস পালন করা হয় মেদিনীপুর আদালতে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here