নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
বৃহস্পতিবার শিলিগুড়ির চম্পাসারিতে একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম মেশিন থেকে স্কিমিং ডিভাইস উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।

জানা গিয়েছে, এদিন স্থানীয় এক বাসিন্দা ওই ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে গেলে বিষয়টি তার নজরে আসে। এরপর তড়িঘড়ি খবর দেন প্রধাননগর থানার পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এরপর স্ক্যানারটি উদ্ধার করে বন্ধ করে দেয় এটিএম কাউন্টারটি।

আরও পড়ুনঃ খড়্গপুরে আগুনে ভস্মীভূত মহিলা সংগঠনের অফিস-সহ দোকান
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া স্কিমিং ডিভাইসটি আসল না নকল সেটি দেখা হচ্ছে। যদিও সাইবার ক্রাইম থানার আধিকারিকেরাও তদন্তে নেমেছেন। এই ঘটনা পর থেক এটিএম কাউন্টারটি বন্ধ করে দেওয়া হয়। এর পাশাপাশি ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে প্রধাননগর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584