নেই একশো দিনের কাজ, অপুষ্টিতে ভুগছে খড়িয়া বস্তি

0
53

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

উন্নয়নের ছোঁয়া লাগেনি আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের খড়িয়া বস্তি এলাকায়। একশো দিনের কাজ নেই, নেই কোনও সরকারি সুযোগ সুবিধা। এলাকায় প্রায় ২৫ টি পরিবারের বাস, যারা প্রত্যেকেই দারিদ্র সীমার নীচে। কিন্তু আজ পর্যন্ত পানীয় জল, ইন্দিরা আবাস যোজনা- কোনও কিছুই জোটেনি এই গ্রামের কোনও পরিবারের।

The slum is suffering from malnutrition
নিজস্ব চিত্র

জানা গিয়েছে, ২০১৮ সালে আলিপুরদুয়ার ২‍ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাস সভাপতির দায়িত্ব নেওয়ার পর খড়িয়া বস্তির কিছু বাসিন্দার জাতিগত শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করেছেন। খড়িয়া বস্তির উন্নয়ন বলতে এতটুকুই। বস্তির এক দিকে নদী, অন্য দিকে ঘিরে রয়েছে ছিপড়া জঙ্গল। ভৌগোলিক অবস্থান অনুযায়ী খড়িয়া বস্তির বাসিন্দারা একটি দ্বীপের মধ্যে বাস করেন। আদিবাসী অধ্যুষিত এলাকা এটি। মাছ ধরা তাদের পেশা। শিক্ষার আলো এখনও অনেক দূর। একটি শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে ঠিকই কিন্তু তাও দৈন্য দশায় ভূগছে ।

The slum is suffering from malnutrition
শিশিয়া খড়িয়া। নিজস্ব চিত্র

এলাকার বাসিন্দা গৃহবধূ শিশিয়া খড়িয়া অপুষ্টি জনিত রোগে ভুগছেন। দুই ছেলে-সহ স্বামীর হালও একই। শিশিয়া খড়িয়ার মতো অনেকেই অপুষ্টি জনিত রোগে ভুগছেন এই এলাকায়। শিশিয়া খড়িয়া বলেন, “এখনও পর্যন্ত কোনও সরকারি সাহায্য মেলেনি। একশো দিনের কাজ পাই না। কোনও ঘর নাই।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here