নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণাঃ
বিশাল আকৃতির বিরল প্রজাতির সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল কাকদ্বীপ ব্লকের গঙ্গাধরপুর স্কুল মোড় এলাকায়। শনিবার সকালে কমল বাগের বাড়ি লাগোয়া খালে মাছ ধরার জায়গা বাঁকিতে পরে। এরপর প্রতিবেশী মহিলারা সাপটিকে উদ্ধার করে। পরে চিৎকার চেঁচামেচিতে অন্যান্য প্রতিবেশিরা ছুটে আসলে খবর দেওয়া হয় কাকদ্বীপ বন দফতরকে।
বন দফতর না আসা অবধি জালের মধ্যে ধরে রাখা হয় সাপটিকে। প্রতিবেশীদের প্রাথমিক অনুমান এটি একটি কেউটে সাপ, যার দৈর্ঘ্য পাঁচ ফুট।
সচরাচার সুন্দরবন জঙ্গলে এদের বাস। কোনওক্রমে মাছ ধরার বাঁকিতে ধরা পরে যায় সাপটি। গ্রামবাসী সূত্রে খবর, এখনও অক্ষত অবস্থায় রয়েছে সাপটি।
আরও পড়ুনঃ বন্য জন্তুর ভয়ে ত্রস্ত চা বাগান সংলগ্ন এলাকাবাসী
বনকর্মী না আসায় ধন্দে পরেছেন গ্রামবাসীরা। উদাসীন প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে। গ্রামবাসীদের দাবি অবিলম্বে সাপটিকে বন কর্মীদের সহযোগে জঙ্গলে ছাড়া হোক। এমনটা না হলে তারা নিজেরাই উদ্যোগ নেবেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584