সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকে সরিষা কৃষি ও স্বনির্ভর মেলায় ‘অষ্টমি যাত্রা সংস্থার’ যাত্রাপালা অনুষ্ঠিত হবে । তারই মহড়া চলছে সরিষার গোয়ানারা গোবিন্দপুরে।
সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে পঞ্চাশ জন প্রতিনিধি তালিম দিতে ব্যস্ত। এদিকে হাতে মাত্র কয়েকটি দিন বাকি। তারপর দর্শকদের মন কাড়তে ‘অষ্টমি যাত্রা সংস্থার’ যাত্রাপালা ‘দ্রৌপদির শাঁখা’ দেখানো হবে।
যাত্রাপালার নির্দেশক সঞ্জয় মিত্র, সুরকার সুধীন চক্রবর্তী, মুখ্য ভুমিকায় অভিনয়ে থাকবেন পল্টু নস্কর, অরিন্দম ঘোষ, সূজন প্রামানিক। পাশাপাশি আছেন গায়ক-নায়ক স্বপন হালদার, অভিনয়ে দিবাকর দাস, দেবপ্রসাদ মন্ডল, কার্তিক গাঙ্গুলী, তাপস মিস্ত্রী, বিপদ রঞ্জন মন্ডল, পলাশ মন্ডল, সত্যজিৎ মন্ডল, সেলিম সেখ, বরুণ গায়েন, সন্দিপন কয়াল, প্রিয়াঙ্কা মুখার্জি, শিখা চক্রবর্তী, প্রভাতি মন্ডল।
ওদিকে ‘দ্রৌপদীর শাঁখা’ যাত্রায় অভিনেতা হবেন অরুময় গায়েন, অভিনেত্রী হবেন মামনি মুখার্জি। সামাজিক যাত্রাপালা সরিষার কৃষি ও স্বনির্ভর মেলায় দর্শকদের সামনে রাখার মূল উদ্দেশ্য সংস্কৃতি ও কৃষ্টি বজায় রাখা। এরপর আরও যাত্রা পালার মান গুরুত্ব পাবে।
আরও পড়ুনঃ শিল্পে দেশে এক নম্বরে থাকবে বাংলা দিঘায় জানালেন মুখ্যমন্ত্রী
বর্তমানে মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনব উদ্যোগে মান বেড়েছে যাত্রা শিল্পীদের। চিৎপুর যাত্রার সঙ্গে পাল্লা দিতে ডায়মন্ড হারবার ‘অষ্টমী যাত্রা সংস্থাও’ প্রস্তুত নিচ্ছে তাদের প্রতিনিধিদের সহযোগে।
একটা সময় সুন্দরবন লাগোয়া ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লক যাত্রা নিয়ে তেমন একটা উন্নতির নজির ছিল না। আজ অনেক পরিবর্তন হয়েছে সেই অবস্থার। অষ্টমী যাত্রা সংস্থার প্রতিনিধিদের মধ্যে কেউ সরকারি চাকুরিজীবী কেউ বা বেসরকারি, কেউ আবার গৃহিনী। এদের প্রত্যেকের রাজনৈতিক প্রতিনিধি তকমা থাকলেও এদের একটাই পরিচয়– এরা শিল্পী! শিল্পীর ভাবাবেগ, শিল্পী সত্ত্বা, শিল্পীর মান আজ ডায়মন্ড হারবার শুধু নয় গোটা বাংলায় বিরাজমান।
আরও পড়ুনঃ জলঙ্গী ব্লক কৃষি আধিকারিকের উদ্যোগে মৃত্যুকালীন দু’লক্ষ টাকার চেক বিতরণ
‘দ্রৌপদীর শাঁখা’ যাত্রা পালার নির্দেশক সঞ্জয় মিত্র বলেন এটা একটা সামাজিক যাত্রাপালা, যেখানে অবহেলিত মানুষদের সবকিছু লুঠ করার পর তাদের মৃত্যুমুখী করে তোলা হবে, মহিলাদের সম্মানহানি টাকার কাছে অর্থলোভী মানুষদের কাছে বিকিয়ে যাবে। মোট কথা মানুষকে সচেতন করতে এই যাত্রাপালা।
অভিনেতা অরুময় গায়েন যিনি এই পালাতে রেঞ্জার সাহেব হিসাবে পরিচিতি পেয়েছেন, তিনি অসহায় দ্রৌপদিকে বিয়ে করবেন। প্রেম প্রনয়নে জানতে পারবে দ্রৌপদির অন্তস্বত্তার ঘটনা, যার নেপথ্য খলনায়ক হীরালাল হালদার ।
অভিনেতা অরুময় গায়েন বলেন, মা মাটি মানুষের সরকার আসার পর সমাজে অনেক অপরাধমূলক কাজ কমেছে। শুধু তাই নয় এই সমাজে মানুষদের অপরাধ করার আগে তারা যাতে দ্বিতীয় বার ভাবে, সেই লক্ষ্যেই এই যাত্রাপালার আয়োজন। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মান বাড়িয়েছে শিল্পীদের। তাই পিছিয়ে পড়া ডায়মন্ড হারবার শিল্পীদের নিয়ে ধীরে-ধীরে উন্নয়নে দিকপাল গড়ে তুলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584