নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ

জেলার একদম শেষ প্রান্তের একটি কলেজ। এগিয়ে এলো সমাজমুখী কাজ করার তাগিদে।মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের সাদি খাঁন দেয়ার পূর্বাঞ্চল বি এড ও ডি এড কলেজের উদ্যোগে এদিন এক গুচ্ছ সমাজ কল্যাণমুখী কাজ করা হয়।সভাপতি জানান পূর্বাঞ্চল এডুকেশন্যাল ওয়েলফেয়ার সোসাইটির ২০০৯ সাল থেকে পথ চলা শুরু।

কিন্তু শুধু শিক্ষাদানই নয় সমাজের প্রতি আরও দায়বদ্ধতা বর্তায় যখন সুশিক্ষিত চেতনা সম্পন্ন ব্যক্তিত্বের উন্মেষ ঘটে।জেলার প্রত্যন্ত জায়গায় মানুষের সাহায্যার্থে হাত বাড়ায় এই সংস্থা।


আরও পড়ুনঃ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে পরিবেশ ও জল সংরক্ষন নিয়ে আলোচনা চক্র
এদিন যেমন সরকারি পথ নিরাপত্তা ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির প্রচারে পথে নামে এই কলেজের ছাত্রছাত্রীরা তেমনি বৃক্ষরোপণ,পার্থেনিয়াম নিধনের মতো কাজেও নামে।আবার দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করে হাসি ফোটাল।মেধাবী ছাত্র-ছাত্রীদের পুস্তক বিতরণ করা হলো কলেজ প্রাঙ্গণে।এমন অভিনব কর্মকান্ডে খুশি সবাই।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, কলেজের সভাপতি সহ সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।এলাকাবাসী এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584