নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন। আর সারা বছর এই দিন শিশু দিবস হিসেবে পালন করে গোটা দেশের মানুষ।
সারা দেশের পাশাপাশি এ রাজ্যেও এ দিনটিকে ধুমধামে করে পালন করা হচ্ছে। শিশু দিবসের দিনে শিশুদের জন্য প্রথম তৈরি হল মাল্টিস্পেশালিটি হাসপাতাল।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এলাকায় তৈরি হল শিশুদের জন্য মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল। এই প্রথমবার রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে শিশুদের জন্য তৈরি হল এই হাসপাতাল, যেখানে সমস্ত শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। মূলত শিশু দিবস উপলক্ষে শিশুদের একটি উপহার দেওয়া হল– এমনই মনে করেন ড: প্রবীর কুমার ভৌমিক।
আরও পড়ুনঃ হাইমাস্ট লাইট বসাবে পুরসভা
এ দিন তিনি বলেন, “এই হাসপাতালে টুয়েন্টি পার্সেন্ট বেড শিশুদের জন্য ফ্রিতে রাখা হয়েছে। এই প্রথমবার এ রাজ্যে ব্যক্তিগত ভাবে এই রকম উদ্যোগ নেওয়া হল।”
শুধু তাই নয় অনাথ, বাচ্চাদের জন্য থাকছে হেলথ কার্ড। যতদিন ওইসব শিশুরা বাচ্চা অবস্থায় থাকবে ততদিন ওই কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবে তারা। এছাড়াও টুয়েন্টি পার্সেন্ট বিনামূল্যে চিকিৎসা করা হবে সমস্ত শিশুদের। এই উদ্যোগে যথেষ্ট আনন্দিত গোটা এলাকার মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584