সুদীপ পাল,বর্ধমানঃ
রাজ্যে ডিমের চাহিদা মেটাতে প্রশাসন সচেষ্ট হলো কাঁকসা ব্লক।গত কয়েক বছর ধরে রাজ্য সরকার ডিম উৎপাদনে স্বনির্ভর হওয়ার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। বস্তুতঃ ডিমের চাহিদা মেটাতে রাজ্যকে ভিন রাজ্য থেকে ডিম আমদানি করতে হয়।
কাঁকসা ব্লক প্রশাসন প্রাণী সম্পদ বিকাশ দফতর এর সঙ্গে যৌথভাবে মুরগি খামার তৈরি করে স্বনির্ভর গোষ্ঠীকে মুরগির বাচ্চা দেওয়া হবে বলে জানালেন।কাঁকসা ব্লকে বহু বছর ধরে রয়েছে স্বনির্ভর গোষ্ঠী।ব্লকে প্রায় প্রতিটি গ্রাম থেকে বহু মহিলা স্বনির্ভর হওয়ার জন্য এই গোষ্ঠী তৈরি করেছেন। রাজ্য সরকার ডিম উৎপাদনে জোর দিয়েছে, তাই ব্লকেও ডিম উৎপাদন করার জন্য ১১ টি শেড তৈরি করেছে বিভিন্ন পঞ্চায়েত এলাকায়। প্রায় আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে একটি সেড করতে।
আরও পড়ুনঃ সেদ্ধ ডিমের খোসা ছাড়তে গিয়ে মিলল আস্ত বিছে
প্রশাসন সূত্রে জানা যায় একশো দিনের কাজের মাধ্যমে এইসব মুরগি খামারের শেড তৈরি করা হয়েছে। ২৫০ টি করে মুরগির ছানা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্লক প্রাণীসম্পদ বিকাশ দপ্তর।কাঁকসা বিডিও সুদীপ্ত ভট্টাচার্য বলেন, “দীর্ঘদিন ধরেই প্রশাসনের তরফে এমন পদক্ষেপ করার কথা চলছিল। প্রাথমিকভাবে আড়াইশোটি করে মুরগির বাচ্চা দেওয়া হবে।গোষ্ঠীগুলি ভালো কাজ করলে পরবর্তীতে আরো শেড তৈরি করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584