হলদিয়ায় এমসিসিআই এর বিশেষ অনুষ্ঠান

0
22

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া এম সি সি আই (মার্চেন্ট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি) উদ্যোগ বিশেষ অনুষ্ঠান হয়ে গেল হলদিয়া স্টার হোটেলে।উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি বিসাল ঝাজিরিয়া,তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী,হলদিয়া পৌরসভার পৌরপ্রধান শ্রী শ্যামল কুমার আদক সহ অনেক কারখানার কর্তৃপক্ষ ও বিশিষ্ট ব্যাক্তিগণ৷

special program in haldia | newsfront.co
নিজস্ব চিত্র

মূলত এই দিন হলদিয়াতে শিল্পপতিদের অনেক বিনিয়োগ নিয়ে আলোচনা,এছাড়াও গ্রোথ কেমন বিষয় নিয়ে আলোচনা।এরপর এই দিন সাংবাদিকদের মুখোমুখি তমলুক লোকসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ মাননীয় শ্রী দিব্যেন্দু অধিকারী বলেন, “হলদিয়াতে অনেক বিনিয়োগ হয়েছে,আরো বিনিয়োগ হবে।

আরও পড়ুনঃ বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বীরসিংহ গ্রামে মুখ্যমন্ত্রী

এখানে কোন মেনডেজ লস হয় না।শিল্পপতিরা নুতন প্রকল্পের জন্য জমি চাইলে সহজে জমি পাওয়া যায়।বিদ্যুতের অভাব নেই। কেন্দ্র সরকারের কিছু খারাপ নীতির জন্য জিডিপি নিম্নমুখী।”

হলদিয়া পৌরসভার পৌরপ্রধান শ্রী শ্যামল কুমার আদক বলেন, “হলদিয়ায় ভাল পরিকাঠামো রয়েছে।উপযুক্ত জল,দুষন মুক্ত বাতাস রয়েছে।আসুন ইনভেস্ট করুন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here