পৌঁছলো বাংলাদেশ থেকে আগত তীর্থযাত্রীবাহি বিশেষ ট্রেন

0
161

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

the special train for bangladesh pilgrims
নিজস্ব চিত্র

১১৮ তম ঊরুষ উৎসবে যোগ দিতে মেদিনীপুর শহরে এলো বাংলাদেশ থেকে তীর্থযাত্রীবাহি বিশেষ ট্রেন।আন্তর্জাতিক সম্প্রীতি রক্ষার্থে বছরের পর বছর থেকে ফেব্রুয়ারি মাসের এই বিশেষ দিনে আসে বাংলাদেশি তীর্থযাত্রীরা।

the special train for bangladesh pilgrims
নিজস্ব চিত্র

এবছর বাংলাদেশ থেকে এসেছে ২২৫৩ জন তীর্থযাত্রী,এর মধ্যে পুরুষ রয়েছেন ১২০৩ জন, মহিলা ৯৬৩ ও শিশু ৮৭ জন।ফেব্রুয়ারি ১৫ তারিখ বাংলাদেশের রাজবাড়ি থেকে ট্রেনটি ভারতের উদ্দেশ্যে ছাড়ে।১৭ তারিখ সকাল ছটা পাঁচে মেদিনীপুর স্টেশনে পৌঁছায় তীর্থযাত্রীবাহী এই ট্রেনটি।

the special train for bangladesh pilgrims
মওলা পাক উরুষ উৎসবে যোগ দিতে আসা বাংলাদেশী পুণ্যার্থী নিজস্ব চিত্র

১৭ এবং ১৮ তারিখ মেদিনীপুর শহরের জোড়া মসজিদ এর মওলা পাক উরুষ উৎসবে যোগ দেবেন বাংলাদেশ থেকে আগত তীর্থযাত্রীরা।প্রসঙ্গত মুসলিম সম্প্রদায়ের কাছে মেদিনীপুরের জোড়া মসজিদ এক বিশেষ তীর্থস্থান।

আরও পড়ুন: ট্রেনে জিআরপি পেটানোর অভিযোগ যাত্রীদের বিরুদ্ধে

the special train for bangladesh pilgrims
জোড়া মসজিদ নিজস্ব চিত্র
the special train for bangladesh pilgrims
নিজস্ব চিত্র

বিশ্বে পুণ্য অর্জনের জন্য মুসলিম সম্প্রদায়ের কাছে মক্কার পরেই মেদিনীপুর মাওলাপাকের স্থান।প্রতিবছরই ঊরুষ উৎসবকে ঘিরে দুই দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন ঘটে চোখে পড়ার মতো।আর এই দুদিনের ভারত যাত্রা দু’দেশের মধ্যে আর্থসামাজিক সম্পর্ককে আরো সুদৃঢ় করবে বলেই মত বাংলাদেশী তীর্থযাত্রীদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here