সুদীপ পাল,বর্ধমানঃ
কয়েক দিন আগেই বর্ধমান আরামবাগ রোডের বাস মালিকরা তাঁদের বাসযাত্রা স্থগিত রেখেছিলেন এই বলে যে এই অল্প রাস্তায় প্রয়োজনের থেকে স্পিড ব্রেকার বেশি। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছিল যে নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রী সবাই দূর্ভোগে পড়েছিলেন বাস না চলায়।শেষমেষ প্রশাসনকে নামতে হয়েছিল আসরে। স্পিড ব্রেকারগুলি কিভাবে কমানো যায় তা খতিয়ে দেখার আশ্বাস দিয়ে তখনকার মতো সমস্যার সমাধান করেছিলেন প্রশাসন। এবার ঠিক একই সমস্যা দেখা যাচ্ছে পূর্ব বর্ধমানের ভাতার থেকে কামারপাড়া হয়ে যে রাস্তাটি গুসকরার দিকে চলে গেছে তাতে। প্রয়োজনের তুলনায় অসংখ্য স্পিড ব্রেকার বলছেন যাত্রী থেকে শুরু করে চালক সকলেই।তাদের অভিযোগ,স্পিড ব্রেকারগুলি কোথাও কোথাও অস্বাভাবিক ভাবে উঁচু তাতে যানবাহনের ক্ষতি যেরকম হচ্ছে সেরকম ভাবেই থেকে যাচ্ছে দুর্ঘটনার আশঙ্কা। গুসকরা থেকে বর্ধমান যাওয়ার পথে এক যাত্রী তাঁর নাম দুর্গা নন্দন ব্যানার্জি তিনি বলছেন, এই রাস্তায় নিয়মিত যেতে হয়। সাধারণত স্পিড ব্রেকার ব্যবহার করা হয় যাতে গতি কমে এবং দুর্ঘটনাও কমে, কিন্তু এই রাস্তায় স্পিড ব্রেকারগুলি যেভাবে রয়েছে তাতে দুর্ঘটনা কমার থেকে বাড়বে বলেই আশঙ্কা করছি।ভাতার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুমন্ত বন্দ্যোপাধ্যায় বলেন, গ্রামবাসীদের দাবি মেনে স্পিড ব্রেকার গুলি তৈরি করা হয়েছিল।পূর্ত দফতর বা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার বিষয়টি তিনি তুলে ধরেন।
আরও পড়ুন: তৃণমূল নেতার গাড়িতে আগুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584