সুদীপ পাল,বর্ধমানঃ
পূর্ত দপ্তরের বোর্ডে এলাকার নামের বানানে ভুল থাকায় অসন্তুষ্ট এলাকাবাসী। এলাকার নামকরণের সঙ্গে জড়িয়ে রয়েছে বর্ধমানের রাজা কীর্তিচাঁদ রায়ের নাম। অথচ পূর্ত দপ্তরের যে বোর্ড লাগানো হয়েছে তাতে বানান ভুল। বাসিন্দাদের দাবি, যত দ্রুত সম্ভব এই বোর্ড পরিবর্তন করা হোক।
আউসগ্রামের দিগনগর এলাকায় গুসকরা মানকর রাস্তার পাশে থাকা একটি বোর্ডে দিগনগরের ‘হাটকীর্তিনগর’-এর নামের বানান ‘হাটকৃতিনগর’ লেখা রয়েছে। এলাকাবাসীর দাবি, রাজা কীর্তিচাঁদ রায়ের সময় এখানে হাট প্রতিষ্ঠিত হয়েছিল বলেই এলাকাটি হাটকীর্তিনগর নামে পরিচিত। ভুল রয়েছে দিগনগর নামের বানানেও।
আরও পড়ুনঃ বানান বিভ্রাট মোদীর নির্বাচনী জনসভার হোডিং-এ
এলাকাবাসীর অভিযোগ, স্থানের নামের বানান ভুল থাকায় একদিকে যেমন এলাকার মানুষ অস্বস্তিতে পড়েছেন তেমনি বিভ্রান্ত হচ্ছেন দূর থেকে আসা পথচারীরা। অবিলম্বে সঠিক বানান সম্বলিত বোর্ড টাঙানোর দাবি তুলেছেন এলাকাবাসীরা।
প্রশাসনিক আধিকারিকরা কি কারণে এমন ভুল হল সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে অবিলম্বে এই বোর্ডের বানান সংশোধনের আশ্বাস দিয়েছেন আউসগ্রাম ১ ব্লকের বিডিও চিত্তজিৎ বসু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584