নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
আজ পশ্চিম মেদিনীপুর শহীদ প্রদ্যুৎ স্মৃতি সদনে, অল বেঙ্গল ব্যাঙ্ক মিত্র অ্যাসোসিয়েশনের স্টেট কনফারেন্স অনুষ্ঠিত হল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা আইএনটিটিইউসি এর রাজ্য সভাপতি দোলা সেন, রাজ্যসভার সাংসদ মানস ভূঁইয়া, বিধায়ক দিনেন রায়, প্রদ্যুত ঘোষ, কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, বিবেকানন্দ মুখার্জী-সহ অ্যাসোসিয়েশন এর কর্মকর্তাগন।
এ দিনের কনফারেন্সে ব্যাঙ্ক মার্জারারদের নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মারণ খেলার বিরোধিতায় ইচ্ছাকৃত ঋণ খেলাপীদের শাস্তি, আমজনতার আমানত সুরক্ষার দাবিতে কর্পোরেট সংস্থা দ্বারা ব্যাঙ্ক মিত্রদের শোষণের বিরুদ্ধে ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী দিনে আন্দোলনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন আইএনটিটিইউসি এর রাজ্য সভাপতি দোলা সেন।
আরও পড়ুনঃ মেচেদায় অনুষ্ঠিত হল রাজ্য স্তরের কুইজ প্রতিযোগিতা
পাশাপাশি তিনি আরও বলেন, একমাত্র মমতা ব্যানার্জীই আছেন যিনি আন্দোলনের মাধ্যমে শোষিত, বঞ্চিত মানুষদের দাবি আদায় করে নিয়ে আসতে পারেন। এ দিন তিনি ব্যাঙ্ক মিত্রদের স্বাগত জানান আইএনটিটিইউসি এর ছত্রছায়ায় এসে আন্দোলনের চিন্তাভাবনা করার জন্য।
পাশাপাশি তিনি বলেন, শুধু ইউনিয়নের কাঁধে দায়িত্ব চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত হলে হবে না। আপনারা আমাদের সঙ্গে থেকে আন্দোলনে সামিল হোন এবং আমাদের উপরেও নজর রাখুন। এ দিনের কনফারেন্সে ওড়িশা, বিহার থেকেও ব্যাঙ্ক মিত্ররা অংশ নেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584