কাশ্মীরে কর্মরত পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাল রাজ্য সরকার

0
45

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

মঙ্গলবার ভোর রাতে দক্ষিণ দিনাজপুর জেলায় ফিরে এলেন কাশ্মীরে কাজে যাওয়া ১১২ জন শ্রমিক। জেলার বুনিয়াদপুরের তিনটি বাসে কলকাতা থেকে ১২২ জন ফিরে আসেন মূলত গঙ্গারামপুর, বংশীহারী, কুশমন্ডী ব্লকের শ্রমিক।

state government back to injury labor | newsfront.co
কাশ্মীর ফেরত শ্রমিকরা। নিজস্ব চিত্র

প্রশাসনের পক্ষ থেকে বুনিয়াদপুর থেকে তাদের অন্যান্য বাসে করে তাদের গ্রামে পাঠানো হয়। ভোর রাতেই বুনিয়াদপুরে উপস্থিত ছিলেন মহকুমা শাসক দেবাঞ্জন রায়, জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ-সহ শাসক দলের অন্যান্য নেতৃবৃন্দ।

state government back to injury labor | newsfront.co
নিজস্ব চিত্র

কাশ্মীরের কুলগামে রাজ্যের পাঁচ শ্রমিককে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। এই ঘটনার পর থেকেই সেখানে থাকা এই রাজ্যের শ্রমিকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল।

রাজ্য সরকার নিজ উদ্যোগে সেই ভীত-সন্ত্রস্ত শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসে। সোমবার বিকেলেই ১৩৩ জন শ্রমিক ফিরলেন কলকাতায়। তাঁদের সঙ্গে অসমের ৫ শ্রমিকও ফিরেছেন কলকাতায়। জম্মু তাওয়াই এক্সপ্রেসে চেপে কলকাতা স্টেশনে এসে পৌঁছান ওই শ্রমিকরা।

state government back to injury labor | newsfront.co
ফিরে আসা শ্রমিকদের খাবারের ব্যবস্থা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আবার গ্রেনেড হামলা কাশ্মীরে, আহত ২০

স্টেশনে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্ননমন্ত্রী ফিরহাদ হাকিম। শুধু রাজ্যেই ফিরিয়ে নিয়ে আসা নয়, তাঁদের নিজ নিজ এলাকায় ফেরানোর সম্পূর্ণ বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টাতে ফেরানো সম্ভব হয়েছে তাদের।

রাজ্যের এডিজি সঞ্জয় সিং ও সিআইডি আধিকারিক অনুপ জয়সোয়ালকে তিনি শ্রীনগর পাঠিয়ে দিয়েছিলেন কাশ্মীর প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে সব ব্যবস্থা পাকা করতে।

গতকাল শ্রমিকদের নিয়ে তাঁরাও কলকাতায় ফেরেন। ঘরে ফেরা ওই শ্রমিকদের জন্য বেশ কয়েকটি বাসের ব্যবস্থা রেখেছিল সরকার। দক্ষিণ দিনাজপুরের ১১২ জন তিনটি বাসে জেলায় ফিরে আসেন। এছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি, মালদা ও বীরভূমের শ্রমিকরা অন্যান্য বাসে করে ফেরেন কলকাতা স্টেশন থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here