নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

বিধ্বংসী আগুনে বীরপাড়ায় পুড়ে ছাই হয়ে গেল দুটি বাড়ি কয়েকটি দোকান।ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি বাড়ি ও দোকান।ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকারও বেশি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,রবিবার রাত রাত ১১টা ৫ মিনিটে প্রথম বীরপাড়া বাজারের একটি মোবাইল দোকানে শট সার্কিট ফলে আগুন লাগে এবং সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে কাঠের দোকানে এবং পাশেই দুটি বাড়ি পুড়ে ভস্মীভূত এবং দুটি জেরক্স দোকান একটি মোবাইল দোকান একটি ফাস্টফুড দোকান একটি পেপারের দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে আশেপাশের আরও তিনটি বাড়ি আংশিক ক্ষতি হয়েছে।
আরও পড়ুনঃ শ্যামচক বাজারে ভয়াবহ আগুনে ভস্মীভূত একাধিক দোকান


রাত ১১ টা ৫০ মিনিটে প্রথম ফালাকাটা থেকে দমকলের ছোটো ইঞ্জিন আসে কিছুক্ষণ পরে তার জল শেষ হয়ে যায় তারপর ধূপগুড়ি থেকে দমকলের ইঞ্জিন আসে কিছুক্ষণ পড়ে সেটি বিকল হয়ে যায় তারপর হ্যামিলণ্টণগঞ্জ থেকে দমকল ইঞ্জিন আসে তারো জল শেষ হয়ে যায় তারপর রাত দুটো নাগাদ আলিপুরদুয়ার থেকে দমকলের ইঞ্জিন আসে এবং ভোর পাঁচটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।কোনো হতাহতের খবর নেই। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তবে,আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ।


WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584