মনিরুল হক, কোচবিহারঃ-
গৌরব মোহন্তের গল্পে ও রাজা পালের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য ছবি ‘দ্যা স্টোরি অফ বিকামিং এ ওম্যান’-এর প্রিমিয়াম শো হল দিনহাটায়। শুক্রবার ওই ছবি প্রকাশিত হয় দিনহাটা সাহেবগঞ্জ রোডে যুব সংস্থার অডিটোরিয়ামে।
এদিন ওই স্বল্পদৈর্ঘ্য ছবি প্রকাশের সময় উপস্থিত ছিলেন চিত্রদর্পণ টিমের সকল সদস্যরা। এই স্বল্পদৈর্ঘ্য ছবি ‘দ্যা স্টোরি অফ বিকামিং এ ওম্যান’-এ অভিনয় করেছেন রাসেদ রহমান, নিলয় সাহা, অপূর্ব অধিকারী, মৌসুমি অধিকারী, প্রিয়া সাহা সহ আরও অনেকে। এই স্বল্পদৈর্ঘ্য দ্যা স্টোরি অফ বিকামিং এ ওম্যান ছবিতে সঙ্গীত পরিচালনা করেছে অনীক সরকার। গান গেয়েছে লোক সঙ্গীত শিল্পী রাজীর দেবনাথ। এদিন ওই স্বল্পদৈর্ঘ্য ছবি দেখতে দিনহাটার সিনেমা প্রেমিদের মানুষের ভিড় জমে উঠেছে দিনহাটা সাহেবগঞ্জ রোডের যুব সংস্থার অডিটোরিয়ামে।
ছবির পরিচালক রাজা পাল বলেন, “এই ছবিতে দুইজন প্রধান চরিত্র রয়েছে একজনের নাম ইমন ও অপরজনের আদি। এই ছবি আমাদের আগেই ইউটিউবে ট্রেইলার প্রকাশিত করা হয় এতে ব্যাপক সাড়া পেয়েছি আমরা। আজ আমরা এই স্বল্পদৈর্ঘ্য ছবি ‘দ্যা স্টোরি অফ বিকামিং এ ওম্যান’ প্রিমিয়াম শো করলাম। এতে দিনহাটার মানুষের ব্যাপক সাড়া পেয়েছি।
সারা দেশে সমকামী প্রেম যেখানে নিষিদ্ধ, সেখানে এই ছবির রিলিজ নিয়ে কোনও সমস্যা হচ্ছে কিনা জানতে চাইলে পরিচালক রাজা পাল জানান, “এখন পর্যন্ত সবকিছু ঠিকই আছে, কোনও সমস্যা নেই। আমি যখন ছবিটা তৈরি করি তখনও তো ৩৭৭ বহাল আইন পাশ হয়ে ছিল। তৈরি করতে যখন কোনও অসুবিধা হয়নি, আশা করি রিলিজ করার পরেও এতে কোন প্রভাব বা কোনও অসুবিধা হবে না।”
অভিনেতা রাসেদ রহমান বলেন, “ভারতে সমকামিতা এখন আর কোনো অপরাধ নয় সেই রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। সমকামী সম্পর্কে যারা জড়িত তাদের মানসিক কোনো বিকার নেই। একই সঙ্গে দণ্ডবিধির ৩৭৭ ধারারও ইতি ঘটানো হয়েছে। এমন রায়ে ভারতজুড়ে সমকামীরা ও অধিকার বিষয়ক কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আগে সুপ্রিম কোর্ট এ বিষয়ে যে রায় দিয়েছিলেন তাও বাতিল করা হয়েছে। ওই রায়ে ব্রিটিশ আমলের বিতর্কিত ৩৭৭ ধারার অধীনে উভয়ের সম্মতি থাকা সত্ত্বেও সমকামিতাকে নিষিদ্ধ করা হয়েছিল। বর্তমান ভারতে এই সমকামিতা বৈধ বলে ঘোষণা করে। আর আমরা সেই সমকামিতা নিয়ে এই ছবিতে অভিনয় করেছি যাতে সাধারন মানুষের মধ্য দিয়ে সমাজের কাছে এর গ্রহনযোগ্যতা বাড়াতেই এই ছবি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584